এই মুহূর্তে




ছটপুজো করতে গিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল ২ ভাই

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া: সতর্কতার সঙ্গে ছটপুজো পালন করার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে তক্তাঘাট ও দইঘাট থেকে সকলকে সাবধানে পুজো সারার কথা বলেছিলেন। ছট পুজো উপলক্ষ্যে মঙ্গলবারই কাটোয়া থেকে এল দুঃসংবাদ। এদিন সকালে ছটপুজো করতে গিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল ২ ভাই। কাটোয়া দেবরাজ স্নানঘাটে গিয়েছিলেন তাঁরা। মৃতরা হলেন শিভম সাউ (২০) ও সুজন সাউ (২৩)।
জানা গিয়েছে, ছট উপলক্ষ্যে মঙ্গলবার সকাল থেকেই দেশের মতো রাজ্যের বিভিন্ন গঙ্গার ঘাট, জলাশয়ে ভিড় জমেছে পূণ্যার্থীদের। এই ছট উপলক্ষ্যে মঙ্গলবার ভোরে কাটোয়ার দেবরাজ স্নানঘাটে গিয়েছিলেন পূণ্যার্থীরা। সেখানেই স্নান করতে গিয়ে ভাগীরথীর জলে তলিয়ে যায় ২ ভাই। শিভম সাউ (২০) ও সুজন সাউ (২৩)-র দু’জনেরই বাড়ি কাটোয়া ন্যাশনাল পাড়ায়।
স্থানীয় সূত্রে খবর, ভোরবেলা বাবা ও কাকার সঙ্গে ছটপুজোর নিয়ম পালনের পর গঙ্গায় স্নান করতে নামে দুই ভাই। আচমকাই পা পিছলে জলে পড়ে যান দুজনেই। সঙ্গে সঙ্গে তলিয়ে যান তাঁরা। ওই দুই যুবকের পরিবারের লোকজন চিৎকার করে উঠলে ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। দুজনের দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি।
আনন্দের উৎসবের মধ্যেই শোকের ছায়া। মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে পড়েন সকলে। দেবরাজ ঘাট ও আশপাশের ঘাটে সকাল থেকে ছট পুজোর ভিড় লক্ষ্য করা গিয়েছে। শিভম সাউ (২০) ও সুজন সাউয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সোমবার বিকেলে খিদিরপুরের গঙ্গার ঘাট থেকে ছট পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি বলেছেন, সকলে সতর্কতার সঙ্গে ছট পালন করুন। কোনরকম প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র, কমিশনে অভিযুক্তের শ্বশুর

আইনজীবীর চেম্বারে আইন পড়ুয়ার ঝুলন্ত দেহ, পলাতক অভিযুক্ত

মেয়াদোত্তীর্ণ ভিসা সহ পাক-আফগান-বাংলাদেশী নাগরিকদের খোঁজে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ