27ºc, Haze
Friday, 24th March, 2023 10:31 pm
নিজস্ব প্রতিনিধি: বাড়ি থেকে বেরনোর পর প্রায় ১৭ ঘন্টা কেটে যাওয়ার পরেও কোনও সন্ধান মিলছে না দুই নাবালক ভাইয়ের। আতঙ্ক আর দুশ্চিন্তায় ভর করে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। দুই কিশোরের নিখোঁজ (Missing) হওয়ার ঘটনাটি ঘটেছে মালদা (Malda) জেলার হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) থানা এলাকার তালসুর গ্রামে। অভিযোগ পাওয়ার পর দুই ভাইয়ের খোঁজে তৎপরতা শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তালসুর গ্রামের বাসিন্দা কালু পাসমান। তাঁর ছেলে কুনাল পাসমান স্থানীয় মিতনা হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র । শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ কুনাল পাসমান এবং তার কাকার ছেলে রাজবির পাসমান বাড়ি থেকে বের হয়। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পরে রাত হয়ে গেলেও ওই দুই ভাই বাড়ি ফেরেনি। যার ফলে উদ্বেগ আর দুশ্চিন্তা বাড়তে থাকে পরিবারের। রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও দুজনের কোনও খোঁজে মেলেনি। রাজবীর মিতনা হাই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আত্মীয় ও পরিজনদের বাড়িতে খোঁজ খবর শুরু হলেও কোনও খোঁজ না মেলায় অবশেষে হরিশচন্দ্রপুর থানার দ্বারস্থ হয় দুই নাবালকের পরিবার। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। তাদের সন্দেহ সন্তানদের অপহরণ করা হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে এই ঘটনায় লেগেছে রাজনীতির রঙ। নিখোঁজ হওয়া দুই ছাত্রের পরিবার সক্রিয় ভাবে শাসকদলের সঙ্গে যুক্ত। ফলে এলাকায় আইনশৃঙ্খলার অবনতির জন্য তাদের দিকে আঙুল তুলছে বিরোধীরা। কিন্তু রাজনীতি ছাপিয়ে বর্তমানে দুই সন্তানকে ফিরে পেতে মরিয়া পেশায় ব্যবসায়ী কালু এবং তাঁর ভাই।