এই মুহূর্তে




এক শরীরে ২টি মাথা, দু’টো মাথায় পদ্ম চিহ্ন, ২টি জিভ দু’মুখো সাপ উদ্ধারে চাঞ্চল্য দাসপুরে

নিজস্ব প্রতিনিধি,দাসপুর: একটি আশ্চর্যজনক ঘটনার সাক্ষী পশ্চিম মেদিনীপুর। এক শরীরে ২টি মাথা, দু’টো মাথায় পদ্ম চিহ্ন, ২টি জিভ দু’মুখো সাপ উদ্ধারে এলাকায় রীতিমতো হুলুস্থূল কাণ্ড।পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার চাঁদপুর প্রাইমারি স্কুলের পাশ থেকে উদ্ধার হল একটি দুমুখী পদ্ম গোখরোর বাচ্চা। সাপ দেখতে ভিড় করে অসংখ্য মানুষ। সর্প বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ধরনের সাপ সারা বিশ্বে খুব কমই দেখা যায়। কথায় কথায় অনেকের মুখেই দু’মুখো সাপের কথা শোনা যায়। তবে এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সত্যি সত্যি দু’মুখো সাপ পাওয়া গেল। সেখানে একটি বিরল প্রজাতির দু’মুখো সাপ উদ্ধার হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর প্রাইমারি স্কুলের পাশ থেকে এই সাপটি উদ্ধার করা হয়।

এই সাপটির দু’টি মুখ এবং দু’টি জিভ রয়েছে, যা খুবই বিরল। সর্প বিশারদ এই সাপটি উদ্ধার করেন। এর আগে কেউ এই সাপ দেখেননি বলে জানিয়েছেন এলাকাবাসী।ছোটবেলায় মা-ঠাকুমার মুখে পঞ্চমুখী সাপের গল্প অনেকেই শুনেছেন। বাস্তবে অবশ্য সাপের পাঁচটা মুখ খুঁজে পাওয়া যায়নি। তবে এবার এমন এক সাপ উদ্ধার হল যার দু’টো মুখ, দু’টো জিভ। দাসপুরের দাসপুর প্রাইমারি স্কুলের পাশে বরুণ সিনহার বাড়ি থেকে এই সাপ উদ্ধার করেন সর্প বিশারদ। একে ঘিরে এলাকা জুড়ে যেমন উত্তেজনা রয়েছে, ঠিক তেমনই জমে সাপ দেখার ভিড়।

সর্প বিশারদ বলেন, একটি আশ্চর্যজনক ঘটনার সাক্ষী রইলাম। দাসপুর থানার চাঁদপুর গ্রামের বরুণ সিনহার বাড়ি থেকে দু’মুখো সাপ উদ্ধার হল। সাপটির দু’টো মাথায় পদ্ম চিহ্ন ছিল। এটিকে পদ্ম গোখরো সাপ হিসেবেই ধরা হয়। যাকে মনোকলিড কোবর ও গ্রাম‍্যভাষায় গেঁড়িভাঙাও বলে। বিরল হল এই সাপের দু’টো মুখ, দু’টো জিভ, সবই দু’টো।বিরল প্রজাতির এই সাপ উদ্ধার নিয়ে দাসপুরে রীতিমতো হুলুস্থূল কাণ্ড। এখনও উত্তেজনা ও ফিসফিসানি চলছে। আলোচনার কেন্দ্রে রয়েছে দু’মুখো সাপ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ