এই মুহূর্তে




উস্তিতে পৈত্রিক সম্পত্তি জনিত বিবাদকে কেন্দ্র করে খুন এক ব্যক্তি, আটক পাঁচ




নিজস্ব প্রতিনিধি.উস্তি: পারিবারিক সম্পত্তি জনিত বিবাদকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে গন্ডগোলের জেরে খুন হয় এক ব্যক্তি। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার(Usti P.S.) অন্তর্গত উত্তর কুসুম হালদার হাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন লস্কর (৩৫)। এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে আটক করেছে উস্তি থানার পুলিশ। পুলিশ সূত্রে ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পৈত্রিক জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে লস্কর পরিবারের সদস্যদের মধ্যে গন্ডগোল শুরু হয় ।এরপর আনোয়ার হোসেন লস্করের উপর জ্যাট্টুতো ভাইয়েরা, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায়।

রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুকিয়ে পড়ে আনোয়ার। আনোয়ারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করার জন্য বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ার কারণে আনোয়ার হোসেন লস্করকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে (Diamondharbour Hospital)স্থানান্তরিত করা হয়। ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে আনোয়ার হোসেন লস্করকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা আনোয়ার হোসেন লস্করকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ইতিমধ্যেই মহিলা সহ পাঁচজনকে আটক করেছে উস্তি থানার পুলিশ। এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে উস্তি থানার বিশাল পুলিশ বাহিনী। এ বিষয়ে সাবির হোসেন লস্কর মৃত আনোয়ারের কাকা তিনি বলেন, জায়গা জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এর আগেও ঝামেলা হয়েছিল।

এর আগেও আনোয়ারকে মারধর করেছিল অভিযুক্তরা। শনিবার জায়গা জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে নতুন করে ঝামেলা শুরু হয়। আনোয়ার ওদেরকে গন্ডগোল ছাড়া মীমাংসা করার পরামর্শ দেয় সেই সময় হঠাৎ করে অতর্কিতভাবে লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে আনোয়ারের উপর চড়া হয়। মনোয়ারকে বেধড়ক মারধর করে এমনকি ধারার অস্ত দিয়ে আঘাত করা হয়। আমরা চাই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি। পশ্চিমবঙ্গে আর কোন জায়গায় এমন ঘটনা ঘটানোর আগে অভিযুক্তরা যেন দ্বিতীয়বার ভাবে ফাঁসির আবেদন চাইছি প্রশাসনের কাছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শোকোস্তব্ধ হয়ে পড়েছে লস্কর পরিবারের সদস্যরা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে তিনি জানান, পারিবারিক সম্পত্তি জনিত বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে ইতিমধ্যেই আমরা এই ঘটনায় পাঁচজনকে আটক করেছি। পাঁচজনকে আটক করে আমরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছি। এর পাশাপাশি সমস্ত বিষয় খতিয়ে দেখছি আমরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় হোটেলের ঘর ভাড়ার রেট নির্দিষ্ট করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা , মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

কেরলের নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে ফিরিয়ে দিল বেলিয়াবেড়া থানা

অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে মহকুমা শাসকের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন বৃদ্ধার

জল্পেশ মন্দিরে স্কাইওয়াক, ভিড়ের হাত থেকে মিলবে রক্ষা

OBC-র বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশে প্রশ্নের মুখে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ