এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘জয় শ্রীরাম’র কী মহিমা, যুবককে জড়িয়ে ধরলেন দেব

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: দলনেত্রী যে শ্লোগান(Slogan) শুনলেই রেগে যান, সেই শ্লোগান শুনেই কিনা তাঁরই দলের সাংসদ জড়িয়ে ধরলেন এক যুবককে। তাও আবার যে সে সাংসদ নয়, বাংলা টলি হার্টথ্রব দেব(Dev)। মানে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের(Ghatal Constituency) তৃণমূল সাংসদ(TMC MP) দীপক অধিকারী। এদিন অর্থাৎ মঙ্গলবার সকালে তিনি কলকাতা থেকে পা বাড়িয়েছিলেন উত্তরবঙ্গের পথে। লক্ষ্য ছিল, তৃণমূলের হয়ে উত্তর দিনাজপুরে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ। বাগডোগরা বিমানবন্দর(Bagdogra Airport) থেকে বার হওয়ার সময় তাঁকে দেখে ‘জয় শ্রীরাম’(Jay Sree Ram) স্লোগান তোলেন এক যুবক। সেই শ্লোগান শুনে কোনও বিরক্তি প্রকাশ নয়, বরং ওই যুবককে কাছে গিয়ে তাঁকে জড়িয়ে ধরলেন দেব। আবার হাতও মেলালেন। সবটাই ঘটল আচমকা সাংবাদিকদের সামনেই। আর সেটাও হনুমান জয়ন্তীর পূণ্য সকালে। একেই বলে ‘জয় শ্রীরাম’র মহিমা।

দেব এই নিয়ে তৃতীয়বার ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি প্রথমবার জোড়াফুলের হয়ে ঘাটালের ভোট ময়দানে নেমেছিলেন। যদিও তারও আগে থেকে তৃণমূলের নানা কর্মসূচীতে তাঁকে দেখা যেত। আর সাংসদ হওয়ার পরে তো ভোটের সময়ে তৃণমূলের কোনও কর্মসূচীতে দেবের অংশগ্রহণ দেখা যাবেই যাবে। তা সে রোড-শো হোক কী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। দেব কিন্তু নানান সময়ে চেষ্টা করেন সেই সব অনুষ্ঠানে বা সভাতে যোগ দিতে। এই যেমন এদিন তিনি উত্তর দিনাজপুরে তৃণমূলের একটি রোড শোতে অংশ নিতে চলে গিয়েছেন। যদিও দেবের এটা জানা ছিল না যে, বাগডোগরাতে তাঁকে দেখে কেউ ‘জয় শ্রীরাম’ শ্লোগান তুলবেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব এই প্রসঙ্গে জানান, ‘রামনবমীতে জয় শ্রীরাম বলতে আমার কোনও অসুবিধা নেই। ভারতবাসীকে কেউ যেন ধর্ম না শেখায়। আমরা মসজিদেও যাই, আবার অনেক মুসলমান শিরডি সাঁইবাবা মন্দিরেও যান। হ্যাঁ, অনেক সময় বিরোধী দলেরা দেখলে স্লোগান দেয়, ঠিক আছে। দেব জানে সবটা কী ভাবে সামলাতে হয়। সব কিছু রাগ, অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালবাসা দিয়েও হয়।’

যে যুবক এদিন দেবকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলেছেন, সেই যুবক যে রাজনৈতিক দলেরই হোন না কেন, তিনি আগে ভারতবাসী। এমনটাই মনে করেন দেব। তাঁর কথায়, ‘সবার আগে উনি ভারতবাসী এবং আমরাই এই বিভাজনটা করে রেখেছি। হিন্দু মুসলিম, বিজেপি, তৃণমূল— বড় বড় নেতা এই বিভাজন তৈরি করে। ভালবাসা দিয়ে সবটাই হয়। উনি জয় শ্রীরাম বলছেন আমাকে দেখে, এটা ওঁর দোষ নয়।’ এর পাশাপাশি তিনি জানান, ‘আমি চাই, সব আসনই আমরা জিতব। কিন্তু বাকিটা জনসাধারণের ওপর নির্ভর করবে।’ উল্লেখ্য, রামনবমীর দিন নিজের নির্বাচনী কেন্দ্র ঘাটালে শ্রীরামচন্দ্রের পুজো দিয়েছিলেন দেব। সে দিন তাঁর গলাতে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা গিয়েছিল। পুজো দিয়ে এলাকায় জনসংযোগও সেরেছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডায়মন্ডহারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

উত্তরপাড়ার মাখলাতে দৃষ্টিহীনদের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল

রাস্তা পার হতে গিয়ে প্রখর রৌদ্রে মাথা ঘুরে লরির তলায় পড়ে মৃত্যু বৃদ্ধের

রাজভবনের অন্দরে ওঠা অভিযোগ প্রসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে সরব সায়নী ও লাভলী মৈত্র

কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে! গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কান্ড

গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হল রাজগঞ্জ থানার পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর