এই মুহূর্তে




কেন বাতিল করা হয়নি কার্নিভালের অনুষ্ঠান, বিরোধীদের প্রশ্নের সপাটে জবাব মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: প্রকৃতির রুদ্ররূপে বিধ্বস্ত উত্তরবঙ্গ। লাগাতার বৃষ্টির জেরে হয়েছে ব্যপক ক্ষয়ক্ষতি।  রবিবারে প্রকৃতি তার তাণ্ডবলীলা চালিয়েছে আর সেই দিনেই কলকাতার রেড রোডে ছিল দুর্গা পুজো কার্নিভাল। সকাল থেকেই এসেছে একের পর এক  খারাপ খবর। উত্তরবঙ্গের মানুষ যখন চরম বিপদের মধ্যে রয়েছেন তখন কেন বাতিল করা হয়নি পুজো কার্নিভাল? এই প্রশ্ন তুলেই সরব হয়েছিল বিরোধীরা। উঠেছিল একাধিক প্রশ্ন। সেই সব প্রশ্নের সপাটে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন কার্নিভাল বাংলার গর্ব আর এই নিয়ে বিরোধীরা রাজনীতি করছে। উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ সত্বেও কেন বাতিল করা সম্ভব হয়নি কার্নিভাল সেই উত্তরও দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 মঙ্গলবার মিরিকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দেখা করেন বন্যা কবলিত এলাকার মানুষের সঙ্গে। উত্তরবঙ্গে দুর্গতদের পাশে দাঁড়িয়েই বিরোধীদের জবাব দিয়ে বলেছেন, “রাজনীতি করা হচ্ছে কার্নিভাল নিয়ে। কার্নিভাল বাংলার গর্ব।” এর পরেই মুখ্যমন্ত্রী বিরোধীদের তোলা প্রশ্নের জবাবে বলেছেন, “এতগুলো ক্লাব আশা করেছিল ওদের কোনও মূল্য নেই? ওই দিন সমস্ত আয়োজন করা হয়ে গিয়েছিল। ইউনিসেফ থেকে অনেক বিদেশিরা ছিলেন। বাতিল করা সম্ভব?” মুখ্যমন্ত্রী আরও বলেন, “সেদিন যদি আমরা আসতাম এসে কী করতাম? ভিআইপিকে দেখতে গিয়ে উদ্ধারকার্য ব্যাহত হত না? পুলিশ কাকে সামলাত? ওই সময় প্রধান কাজ কোনটা?” মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন,  কার্নিভালে উপস্থিত ছিলেন বিদেশিরা। সবটাই আগে থেকে সাজানো ছিল। শেষ মুহূর্তে তা বাতিল করা একেবারেই সম্ভব ছিল না।

মুখ্যমন্ত্রী তাঁর না যাওয়ার পিছনের কারণ ব্যখ্যা করে বলেছেন তিনি ওই মুহূর্তে সেখানে গেলে পুলিশ তাঁকে নিয়ে ব্যস্ত হয়ে যেত। ওই সময়ে যা একেবারেই কাম্য ছিল না। তাঁকে সুরক্ষা দেওয়ার পরিবর্তে দুর্গতদের পাশে দাঁড়নো জরুরি ছিল বলেই এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের জবাব দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপিকে নিশানা করেছেন। জানিয়েছেন দুর্যোগ নিয়ে তিনি বাকিদের মত রাজনীতি করেন না। পালটা প্রশ্ন  তুলে বলেন, “মহাকুম্ভের দুর্ঘটনা কি ডিজাস্টার ঘোষণা করা হয়েছে?”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

সাতসকালে জলপাইগুড়ি থেকে উঁকি ঘুমন্ত বুদ্ধের, উচ্ছ্বসিত পর্যটকেরা

SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে ৩ মামলার শুনানি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ