27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:04 am
নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিনের প্রেম (LOVE AFFAIR)। অনুভূতি তিল তিল করে বুকে বেঁধে রেখেছিল তাঁরা। অপেক্ষা শুধু ছিল সাবালিকা হওয়ার। আইনের বাধায় আটকে না পড়ার দিন গুনছিলেন ২ বান্ধবী। ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ঘর ছাড়লেন ১৮ বছরের তরুণী। পালিয়ে গেলেন ২১ বছরের প্রেমিকার কাছে। ১৮ বছরের তরুণী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তাঁকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন তাঁর পরিবার। তাতে লাভ হয়নি। শাঁখা- সিঁদুর পরে তিনি জানান, শ্বশুরবাড়ি ছেড়ে ফিরে যেতে তিনি চান না।
বর্ধমানের ঘটনা। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মাথরুম গামের বাসিন্দা ছিলেন সুনীতা শীল (নাম পরিবর্তিত)। এক সপ্তাহ আগে থেকে তার খোঁজ পাচ্ছিলেন না পরিবার। থানায় করা হয়েছিল নিখোঁজ ডায়েরি। বর্ধমান শহরে ঘর ভাড়া নিয়ে ঘর বেঁধেছেন তিনি, এমনটাই জানতে পারে পুলিশ। ‘বিয়ে’ করেছেন ২১ বছরের প্রেমিকাকে। প্রেমিকার বাড়ি মঙ্গলকোটের কাশেম নগর গ্রামে। প্রেমিকার নাম তন্দ্রা পাল (নাম পরিবর্তিত)।
অভিযোগের ভিত্তিতে পুলিশ (POLICE) ২ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা জানান, তাঁরা বিবাহিতা। এরপরে পুলিশ ২ জনকে ছেড়ে দেয়। এরপর সুনীতা ও তন্দ্রা ২ জনেই চলে যান কাশেমনগরে তন্দ্রার বাড়িতে।
দুই এলাকার শুভাকাঙ্খীরা চাইছেন, ২ প্রেমিকা ঘর বাঁধুক কোনও বাধা ছাড়াই।