এই মুহূর্তে




নভেম্বরের শুরুতেই সুখবর! ফের কমল রান্নার গ্যাসের দাম, মুখে হাসি ফুটল ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিনিধি: নভেম্বরের শুরুতেই স্বস্তির নিঃশ্বাস! দাম কমল রান্নার বাণিজ্যিক গ্যাসের। তবে রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। তবে ব্যবসায়ীদের চিন্তা কমেছে। যদিও বাণিজ্যিক গ্যাসের দাম সামান্যই কমেছে। কিন্তু রান্নার গ্যাসের দামে কোনও হেরফের হয় নি। তবে এই প্রথম নয়, চলতি বছরে একাধিক বার বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। আর শনিবার (১ নভেম্বর) তথা আজ থেকেই দেশজুড়ে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম কার্যকর হবে। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম মাত্র ৫ টাকা কমেছে। সাধারণত রান্নার গ্যাস সিলিন্ডার ১৪ কেজি ওজনের হয়। এবং রেস্তোরাঁ বা অন্যান্য ব্যবসায়ী কাজে কার্যকরী গ্যাসের ওজন ১৯ কেজি হয়। IOCL ওয়েবসাইট অনুসারে, জাতীয় রাজধানীতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের সংশোধিত দাম ১,৫৯৫.৫০ টাকা থেকে কমে ১,৫৯০.৫০ টাকা হয়েছে।

এবার জেনে নিন, দেশের অন্যান্য বড় শহরগুলিতে বাণিজ্যিক গ্যাসের দাম কত হল? রান্নার বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের সর্বশেষ পরিবর্তন হয়েছিল গতমাসে তথা অক্টোবরে। অক্টোবরে, ১৯ কেজির সিলিন্ডারের দাম ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তবে, এখন সেই দাম থেকে ৫ টাকা কমানো হয়েছে। সুতরাং আজ থেকে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম হবে মুম্বইতে ১,৫৪২ টাকা, কলকাতায় ১,৬৯৪ টাকা এবং চেন্নাইতে ১,৭৫০ টাকা। সাধারণত হোটেল, রেস্তোরাঁ, ধাবা এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। অন্যদিকে আইওসিএল ওয়েবসাইট অনুসারে, আজ থেকে ১৯ কেজির সিলিন্ডারের দাম পটনায় ১৮৭৬ টাকায়, নয়ডায় ১৮৭৬ টাকায়, লখনউতে ১৮৭৬ টাকায় , ভোপালে ১৮৫৩.৫ টাকায় এবং গুরুগ্রামে ১৬০৭ টাকায় বিক্রি হবে।

তবে রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম, শেষবার ৮ এপ্রিল, ২০২৫ তারিখে সংশোধিত হয়েছিল এবং তারপর থেকে এটি অপরিবর্তিত রয়ে গিয়েছে। শুধুমাত্র বাণিজ্যিক গ্যাসের দাম পরিবর্তিত হচ্ছে। দিল্লিতে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারেরর বর্তমান দাম ৮৫৩ টাকা। কলকাতায় এলপিজির দাম ৮৭৯ টাকা, মুম্বইতে ৮৫২.৫০ টাকা, চেন্নাইতে ৮৬৮.৫০ টাকা, লখনউতে ১৪.২ কেজি রান্নার সিলিন্ডারের দাম ৮৯০.৫০ টাকা, আমেদাবাদে ৮৬০ টাকা, হায়দরাবাদে ৯০৫ টাকা, বারাণসীতে ৯১৬.৫০ টাকা এবং পটনায় ৯৫১ টাকা। এদিকে এলপিজি সিলিন্ডারের পাশাপাশি, এটিএফের দামেও পরিবর্তন হয়েছে। আইওসিএল ওয়েবসাইট অনুসারে, দিল্লিতে অভ্যন্তরীণ বিমানের জন্য বিমান জ্বালানির দাম প্রতি কেজি ৯৪,৫৪৩.০২ হয়েছে। একইভাবে, আন্তর্জাতিক বিমানের জন্য বিমান জ্বালানির দাম দিল্লিতে প্রতি কেজি ৮১৭.০১ টাকা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিন সীমান্তে নতুন সামরিক বিমানঘাঁটি উদ্বোধন ভারতের, নেপথ্যে কোন পরিকল্পনা?

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ