এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মানুষের বৃষ্টি ২৪-এ বিজেপিকে ভাসাবে, একুশে বার্তা মমতার

নিজস্ব প্রতিনিধি: একুশে জুলাইয়ের(21 July) মঞ্চ থেকে বাংলার অগ্নিকন্যা কী বার্তা দেন সেটা জানার জন্যই কলকাতার বুকে জনস্রোত ধেয়ে এসেছিল বাংলার নানা প্রান্ত থেকে। রেকর্ড ভিড়ের সেই জনসমাগমের মধ্যে একুশের মহামঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অলআউট খেললেন বিজেপির(BJP) বিরুদ্ধে। তাঁর চিরকালীন গর্জে ওঠার স্বরেই আক্রমণ শানলেন মোদি সরকারকে। আক্রমণ শানলেন বিজেপিকে। ডাক দিলেন চব্বিশে এই সরকারকে কেন্দ্রের ক্ষমতা থেকে উৎখাত করার। সাফ জানালেন, আগামী দিনে দিল্লি দখল করবে তৃণমূল। ছত্রে ছত্রে এদিন মমতা আক্রমণ শানিয়েছেন বিজেপিকে। আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, ২০২৪-এ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

এদিন মমতা শুরু থেকেই বিজেপিকে তাঁর আক্রমণের নিশানা বানান। তিনি বলেন, ‘বৃষ্টি দেখে বিজেপি, সিপিএম হেসেছিল। ভেবেছিল তৃণমূলের মিটিংই শেষ হয়ে গেল! বৃষ্টি এল ঝমঝমিয়ে। কিন্তু আপনাদের কাউকেই সরাতে পারল না। একুশের সমাবেশ সফল। কিন্তু এত বৃষ্টিতেও তৃণমূল কর্মীরা এখানে আছেন। তৃণমূল দলটা কত মিষ্টি। কখনও রৌদ্র, কখনও বৃষ্টি। মানুষের বৃষ্টি ২৪-এ বিজেপিকে ভাসাবে। মানুষের বৃষ্টিতে ভেসে চলে যাবে বিজেপি। ২০২৪ সালের নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাঠাবে না। আমি চ্যালেঞ্জ করছি। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে বাকি দলগুলি এক হয়ে যাবে। দেশের জন্য আমরা আছি। দেশের প্রয়োজনে সবসময় আছি। ওরা লড়াই করতে জানে না, আমরা জানি। আমাদের মেরুদণ্ড সোজা, ওদের বাঁকা। আমরা মাথা উঁচু করে চলি। ওদের মেরুদণ্ডের একদিকে ইডি, আরেক দিকে সিবিআই। ওসব দেখিয়ে আমাদের ভয় পাওয়ানো যাবে না। ভোট না দিলে ভয় দেখাচ্ছে বিজেপি, বলছে ইডি লাগিয়ে দেব। সিবিআই ডাকলেও সাহস করে লড়ব। লোকসভায় সব আসনে জিততে হবে।’

এর পাশাপাশি মমতা বলেন, ‘বিজেপি রাজ্যে রাজ্যে সরকার ভাঙাচ্ছে। মহারাষ্ট্রের সরকার ভেঙেছে। বলছে হরিয়ানাতেও ভাঙবে। বলছে যে বাংলার সরকার ভাঙবে বলেছে। আমি বলেছি, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে না, তা দুর্দান্ত। কভি রয়্যাল বেঙ্গল টাইগার দেখা? কখনও জঙ্গলমহল, জলপাইগুড়ি, কালচিনি দেখেছে কখন? দার্জিলিঙেও হেরেছে। বাংলার সরকার নাকি ভাঙবে! পাহাড়বাসীকে স্যালুট। বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে। আমাদের হারানোর চেষ্টা করেছিল, পারেনি। বাংলা ওদের ভাগিয়ে দিয়েছে। দরিদ্র মানুষের সবকিছু চুরি করে নিয়েছে এই সরকার। কত টাকা কামাবে? ২০২১ সালে বাংলা ভোট দেয়নি। তাই সব বন্ধ। বিজেপি বিড়াল তপস্বীর সরকার। ১০০ দিনের টাকা বন্ধ। বাংলার বাড়ির টাকা বন্ধ। আচ্ছে দিন কোথায় গেল? গ্যাসের দাম হাজার টাকা। মানুষ খাবে কী? মুড়িতে জিএসটি(GST), রোগী হাসপাতালে ভরতি হলে, বেড ভাড়াতেও জিএসটি। মরার জন্য কত টাকা জিএসটি? মৃতদেহের খাট কিনতে গেলে কত জিএসটি? নতুন করে দেশের ইতিহাস লিখছে বিজেপি। সিবিআই-ইডি-আয়কর দপ্তরের কর্মীরা এলে ভয় পাবেন না। সামনে আসন পেতে দেবেন। সামনে একটা সিলিন্ডার রেখে দেবেন। থালায় করে মুড়ি খেতে দেবেন। সঙ্গে একটু তেল দেবেন। বলে দেবেন, এর জিএসটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমাকে ইডি-সিবিআই(ED-CBI) দিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা কোরো না। আমি ওসব ভয় পাই না। যারা ডরপোক, তারা ভয় পায়। গরিব মানুষ গত সাত মাস ধরে কাজ করে টাকা পাচ্ছেন না। আরও কত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কেন আমার হকের টাকা বন্ধ করে দিলেন? ভোটে হেরেছেন বলে ভাতে মারার চেষ্টা করবেন? ১০০ দিনের কাজের টাকা যদি না দেয় বিজেপি সরকার, দিল্লি গিয়ে আপনাকে ঘেরাও করব।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধর্মতলা থেকে বান্দোয়ান ফেরার পথে বাস উল্টে মৃত ১,আহত ৩৯

২১ শে সভামঞ্চে উঠেই মুখ্যমন্ত্রীর পায়ে প্রণাম সৌমিতৃষার, মুগ্ধ হলেন ভক্তরা

ধর্মতলায় শহীদ স্মরণ সমাবেশে শ্রোতা হয়ে হাজির মুকুল রায়

‘মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি’, পঞ্চায়েত প্রসঙ্গে তপ্ত মমতা

‘ঘর ঘর মে এক হি ডাক, মোদি যাক, মোদি যাক’, গর্জন মমতার

আসছে বাংলার নিজস্ব ১০০ দিনের কাজের প্রকল্প, ‘খেলা হবে’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর