এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ধর্মতলায় শহীদ স্মরণ সমাবেশে শ্রোতা হয়ে হাজির মুকুল রায়

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার ২১শে’র শহীদ দিবস সমাবেশে শেষের দিকে সাদা গাড়িতে চেপে সভাস্থলে হাজির হন মুকুল রায়।সভাস্থলে উপস্থিত অনেকেই প্রথমে চিনতে পারেননি কাঁচাপাকা চুলের কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে। পরে শুভ্রাংশুকে দেখে তাঁর বাবা মুকুল রায়কে(Mukul Roy)চিনতে পারেন। তার পরে শুভ্রাংশুর সঙ্গে সেখানে উপস্থিত স্বেচ্ছাসেবকেরা মুকুলকে নিয়ে যেতে শুভ্রাংশুকে সহযোগিতা করেন।

গত বছর ২১ জুলাইয়ের সমাবেশেও এসেছিলেন মুকুল রায়। সে বারও মঞ্চে ওঠেননি তিনি। নীচে বসে থেকে পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ করে ফিরে গিয়েছিলেন। শুক্রবারও ধর্মতলায় একুশের শহীদ সমাবেশে আসেন মুকুল রায় ছেলে সুঘ্রাংশুর হাত ধরে নিচে বসে বক্তব্য শুনে ফিরে যান। এদিন তার কথাবার্তা বেশ কিছুটা জড়িয়ে যাচ্ছিল। পরিচিতেরা জানতে চান, তাঁর শরীর কেমন আছে? জবাবে মুকুল বলেন, ‘‘শরীর মোটামুটি ভালই আছে। তবে এখন আর বাড়ি থেকে খুব বেশি বার হই না।’’ উপস্থিত পরিচিত তৃণমূল নেতা কর্মীদের মুকুল রায় বলেন, ‘‘এসো না একদিন বাড়িতে। কথা হবে।’’ এর পর সভা শেষ হয়ে গেলে ঘরফেরতা ভিড়ের মধ্যে চলে যান মুকুল-শুভ্রাংশু।

তার কিছু পরে বেরিয়ে এসে গাড়ির দিকে চলে যান তিনি। সমাবেশস্থল ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় মুকুলকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে কি তাঁর দেখা হয়েছে? জবাবে মুকুল বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর(CM) সঙ্গে দেখা হয়েছে। তবে কথা হয়নি।’’ তাঁর বাবার এ হেন আচমকা জুলাইয়ের সমাবেশে আসা নিয়ে পুত্র শুভ্রাংশ পরে বলেন, ‘‘বাবা অসুস্থ। তা-ও ২১ জুলাইয়ের কর্মসূচিতে আসতে চেয়েছিলেন। তাই নিয়ে এসেছিলাম। আবার তিনি বাড়ি ফিরে যাচ্ছেন।’’ তৃণমূলের একটি সূত্রের দাবি, শুক্রবারের সভায় মুকুলের আসা নিয়ে বৃহস্পতিবার মমতার সঙ্গে শুভ্রাংশুর ফোনে একপ্রস্ত কথা হয়েছিল। ফলে অনেকেই আশা করেছিলেন, মুকুল আসবেন। তবে সে কথা আনুষ্ঠানিক ভাবে কেউই জানাতে চাইছিলেন না।এই সে দিনও তিনি বলেছেন, বিজেপিতে আছেন। সেই মুকুল রায়ই হাজির তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে।

শুক্রবার যখন সমাবেশ প্রায় শেষের দিকে, শেষ বক্তা হিসাবে বক্তৃতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই একটি সাদা গাড়িতে চেপে মঞ্চের পিছনে এসে নামতে দেখা যায় মুকুলকে। পুত্র শুভ্রাংশু রায় (Shuvransu Roy)সকাল থেকেই স্বেচ্ছাসেবকদের পোশাকে মোতায়েন ছিলেন সভামঞ্চের কাছে। তিনিই এগিয়ে এসে উদ্যোগী হয়ে বাবাকে মঞ্চের দিকে নিয়ে যান। যদিও মঞ্চে ওঠেননি একসময়ের দলের সেকেন্ড – ইন -কমান্ড মুকুল রায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছেন না কেন, রাজ্যপালকে নিশানা অভিষেকের

বিজেপির বিজ্ঞাপনের বিরুদ্ধে কমিশনে নালিশ দেশ বাঁচাও গণমঞ্চের

বঙ্গে তৃতীয় দফার লোকসভা ভোটে ঘনিয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ, সর্তকতা জারি

সন্দেশখালি নিয়ে ট্যুইট মমতার, নিশানায় বিজেপি, তোপ অভিষেকেরও

শ্লীলতাহানিকাণ্ডে রাজভবনের কাছ থেকে  সিসিটিভি ফুটেজ চাইল লালবাজার  

RERA’র নির্দেশে সুদে আসলে ২১ লক্ষ টাকা ফেরত পেলেন বৃদ্ধ দম্পতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর