এই মুহূর্তে

৪০ বছরেই প্রয়াত জনপ্রিয় গায়ক রাজু পঞ্জাবি

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে একের পর এক শোকের ছায়া। চলতি বছর থেকেই মৃত্যুর পরপারে পাড়ি দিয়েছেন একাধিক নামী-দামী শিল্পীরা। এবার সেই তালিকায় নাম লেখালেন বিখ্যাত হরিয়ানার গায়ক রাজু পঞ্জাবি। যিনি স্থানীয় ভাষায় গানের জন্যেই বিখ্যাত। মঙ্গলবার হিসারের একটি বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন বিখ্যাত গায়ক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

হরিয়ানার একটি স্থানীয় আউটলেট অনুসারে, রাজুকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রায় ১০ দিন আগে হিসারের হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁর স্বাস্থ্যের অবনতির কারণে তাঁকে ভেন্টিলেটরে রাখতে হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছিল। কিন্তু বাড়িতে যাওয়ার পর আবারও তাঁর স্বাস্থ্যের অবনতি শুরু হয়। সেই কারণে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর হলনা। মঙ্গলবার হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন গায়ক। রাজু পঞ্জাবি ‘দেশি দেশি’, ‘আচ্ছা লাগে সে’ এবং ‘তু চিজ লাজাওয়াব’-এর মতো একাধিক হিট গানের জন্য পরিচিত ছিলেন। তার শেষ গান, ‘আপসে মিলকে ইয়ারা হামকো ভালো লাগা থা’, যা গত ১২ আগস্ট মুক্তি পায়।

রাজু মুলত পঞ্জাবের পাশাপাশি রাজস্থানেও জনপ্রিয় ছিলেন। বিখ্যাত হরিয়ানভি ডান্সার স্বপ্না চৌধুরীর মতো একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পীদের সঙ্গে তিনি পারফরম্যান্স করেছেন। তাঁর মৃত্যুতে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার সোশ্যাল মিডিয়ায় গায়ককে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, রাজু পাঞ্জাবির মৃত্যু হরিয়ানার সঙ্গীত শিল্পের জন্য একটি “অপূরণীয় ক্ষতি”। খবরে অনুযায়ী, গায়কের মরদেহ তাঁর নিজ গ্রাম রাওয়াতসার খেদাতে নিয়ে যাওয়া হবে, সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তিনি বর্তমানে হিসারের আজাদনগরে থাকতেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সামনেই মাধ্যমিক, শুটিংয়ের ফাঁকে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পর্দার কুসুম, লাজবন্তী?

বয়স পেরিয়েছে ৩৮, কবে বিয়ে করবেন? মুখ খুললেন শ্রদ্ধা কাপুর

নতুন বছরে দর্শকদের উপহার, ফের জুটিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, পরিচালক কে?

কবে রিলিজ হবে ‘বর্ডার ২’? সানি দেওলের কাছে জানতে চাইলেন পাকিস্তানি ভক্ত

‘আমি তাঁর গার্লফ্রেন্ড নই’, কার্তিক আরিয়ানের সঙ্গে ডেটিংয়ের গুজব ওড়ালেন ব্রিটিশ কিশোরী

কারুরে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় অভিনেতা বিজয়কে তলব CBI-এর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ