এই মুহূর্তে




সেপ্টেম্বরেই বাজারে আসছে নয়া বুলেট

COURTESY: GOOGLE

নিজস্ব প্রতিনিধি: বাইক আরোহীদের জন্য সুখবর। আগামী ১ সেপ্টেম্বর থেকে বাজারে আসতে চলছে রয়্যাল এণ্ডফিল্ড বুলেট ৩৫০। জানা গিয়েছে, হান্টার ৩৫০ কিংবা ক্লাসিক ৩৫০-এর তুলনায় এই গাড়িটি অত্যন্ত উন্নতমানের। গ্রাহকদের সামর্থ্যের কথা মাথায় রেখেই এই বাইকটির এক্স শোরুম মূল্য ধার্য করা হয়েছে ১.৫ লক্ষ টাকা।

উল্লেখ্য, গত বছর বুলেট ২৫০ মডেলের জে সিরিজ ইঞ্জিন লঞ্চ করেছিল রয়্যাল এণ্ডফিল্ড। এবার সেই ধরনের ইঞ্জিনের আকারকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

জানা গিয়েছে, নতুন মডেলের এই বাইকটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। যেমন- বেস, মিড ও টপ। বুলেট ৩৫০-এ ফাইভ স্পিড গিয়ারবক্সের সুবিধা পাওয়া যাবে। সংস্থাটি জানিয়েছে নতুন এই ধরনের মডেলে মিলবে উন্নতমানের ইন্সট্রুমেন্ট কনসোল, সুইচগিয়ার ও ইউএসবি পোর্ট। এমনিতেই রয়্যাল এণ্ডফিল্ড কোনও নতুন উদ্যোগ নিলে তার ঝলক ওয়েবসাইটে আপলোড করে।

এর আগেও ২০২০ সালে রয়্যাল এণ্ডফিল্ড বাজারে এনেছিল বুলেট-৫০০। বিএস-৬ নিয়ম চালু হওয়ার কারণে এটির উৎপাদন করার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। যদিও আন্তর্জাতিক বাজারে এই বাইক এখনও মিলছে। রয়্যাল এণ্ডফিল্ডের প্রত্যেকটি বাইকের মডেল গ্রাহকদের বেশ পছন্দের ছিল। এবার দেখার অপেক্ষা বুলেট-৩৫০ বাজারে কতটা সাড়া ফেলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

জলের দর! ১৫ হাজারের কম দামে Full Automatic Washing Machine, কোথায় পাবেন জানুন

গ্রাহকদের আস্থা অর্জন করে চলেছে বন্ধন ব্যাঙ্ক, ব্যবসা ৯ শতাংশ বেড়ে পৌঁছেছে ২.৯৮ লক্ষ কোটি টাকায়

কমল সোনার দাম, মুখ হাসি ফুটল মধ্যবিত্তদের, দেশজুড়ে কোথায় কেমন ২৪ ক্যারেটের মূল্য?

মঙ্গলবার কিছুটা কমলেও বুধে ফের লাফিয়ে বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

ভারতের বাজারে কবে আসছে iQOO 15? মিলল বড় আপডেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ