এই মুহূর্তে




সমুদ্রে নামার আগে ‘লাইফ জ্যাকেট’ খুলে ফেলেছিলেন জুবিন, বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় অকালমৃত্যু হয়েছে বিখ্যাত অসমীয়া গায়ক জুবিন গর্গের। তাঁর মৃত্যুতে কাঁদছে গোটা দেশ। নব্বই দশকের প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকাচ্ছন্ন দেশের সঙ্গীতজগত। নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গর্গ। আজ তাঁর পারফরম্যান্সের কথা ছিল। জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জলে নেমে স্কুবা ডাইভিং-এর সময়ে হঠাৎই তাঁর শ্বাসকষ্ট অনুভব হয়। এরপর তাঁকে জল থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান সিঙ্গাপুর পুলিশ। আইসিইউ-তে ভর্তি করে তাঁকে সুস্থ করার অনেক প্রচেষ্টা করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

গায়কের মৃত্যুর পর তাঁর স্কুবা ডাইভিং-এর কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। জুবিন গর্গের শেষ ভিডিওতে দেখা যাচ্ছে যে, তিনি সমুদ্রে ঝাঁপ দেওয়ার আগে নাচানাচি করছেন তাঁর গানেই। যেখানে তাঁকে লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দিতে এবং সময় উপভোগ করতে দেখা যাচ্ছে। তবে সূত্রের খবর, তিনি নৌকায় ফিরে এসে লাইফ জ্যাকেট খুলে আবারও স্কুবা ডাইভিং-এর জন্যে জলে ঝাঁপিয়ে পড়েন। সেই কারণেই মৃত্যুবরণ করেছেন। জুবিন গর্গের আরও একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে, যেখানে তাকে তার মর্মান্তিক মৃত্যুর ঠিক একদিন আগে একটি রেস্তোরাঁয় হাসতে এবং গান গাইতে দেখা যাচ্ছে। স্থানীয় একটি রেস্তোরাঁয় তোলা ক্লিপটিতে তাকে অন্য একজন শিল্পীর সঙ্গে মুহূর্তটি উপভোগ করতে দেখা গেছে। ক্লিপটিতে, অসমীয়া গায়ককে তার “টিয়ার্স ইন হেভেন” গানের প্রাণবন্ত পরিবেশনা দিয়ে মঞ্চ দখল করতে দেখা গিয়েছে।

 

যে ভিডিওগুলি এখন ভক্তদের গভীরভাবে ব্যথিত করেছে। জুবিনের মৃত্যুর খফর, অনলাইনে প্রকাশ হওয়া মাত্রই তার স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ এবং পরিবারের অন্যান্য সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার জানিয়েছেন, “লাইফ জ্যাকেট ছাড়াই সাঁতার কাটতে গিয়ে জুবিনের মৃত্যু হয়েছে। সিঙ্গাপুর কর্তৃপক্ষ জুবিন গর্গের সঙ্গে সাঁতার কাটার জন্য যারা গিয়েছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করবে। শনিবার গায়কের ময়নাতদন্ত হবে।” ভিডিওতে দেখা গিয়েছে, ১.২৬ সেকেন্ডের চিহ্নের পরে, গর্গ নৌকায় ফিরে এসে দ্বিতীয়বার সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে অস্বস্তিকর বলে তার লাইফ জ্যাকেটটি খুলে ফেলেছিলেন।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাইকপ্রেমী জুবিনের গ্যারেজে ভর্তি বিলাসবহুল গাড়ি, ৭০ কোটি সম্পত্তির মালিক ছিলেন গায়ক

ঢাকায় গিয়ে চড়লেন রিকশায়, ফুচকা-ঝালমুড়িতে মজলেন পাক নায়িকা হানিয়া

ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু গ্র্যামি-জয়ী গীতিকার ব্রেট জেমসের

‘এত হিংসা, তাই আমাকে গালিগালাজ করছেন’, মাচা অনুষ্ঠানে গিয়ে কটাক্ষে বিদ্ধ ‘ভিলেন’ সুমিত

জুবিনের মৃত্যু নিছক দুর্ঘটনা? তদন্তে নামছে CID, কার কার বিরুদ্ধে এফআইআর দায়ের?

চির বিদায় জুবিন, রবিবার গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে গায়ককে শেষ শ্রদ্ধা জানাবেন ভক্তরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ