এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

হনুমানের বেদম প্রহার, প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক: হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ গ্রামের বাসিন্দারা। আর সেই হনুমান (Monkey) তাড়াতে গিয়েই প্রাণ গেল এক যুবকের। বাঁকুড়ার (Bakura) গঙ্গাজলঘাঁটি (Gangajalghati) ব্লকের লালপুর গ্রামের ঘটনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘুমপাড়ানি গুলি দিয়ে হনুমানটিকে পাকড়াও করেছে বনদফতর। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।

স্থানীয় সূত্রে খবর, ওই গ্রামে বেশ কিছুদিন ধরে উপদ্রব চালাচ্ছে একটি হনুমান। বাড়ি-দোকানে ঢোকা, ভাঙচুর, মারধর করা হয়ে উঠেছিল রোজকার ঘটনা। তাড়াতে গেলে পাল্টা তাড়া করত হনুমানটি। আর তার হাতে ধরা পড়লেই চলত মারধর, কামড়। এদিনের শুরুটাও হয়েছিল তেমন, যার পরিণামে গেল এক বৃদ্ধের প্রাণ। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তবে, এদিন একটি নয় দুটি হনুমান ঢুকে পড়ে গ্রামে। খাবারের জন্য তারা ছোটাছুটি করতে থাকে সারা গ্রাম। তাদের মধ্যে একসময় খাবার নিয়ে শুরু হয় যুদ্ধ। তাদেরই যুদ্ধের মাঝে পড়ে প্রাণ হারান বৃদ্ধ।

জানা গিয়েছে, তাণ্ডব শুরু করেছিল এদিনও এই হনুমান। সঙ্গে ছিল আরও একটি হনুমান। তাদের মধ্যে বেধেছিল লড়াই। তাতে অতিষ্ঠ হয়ে গ্রামের বাসিন্দারা তাড়াতে গিয়েছিল দুটি হনুমানকে। একসময় দুই হনুমানের লড়াইয়ের মাঝে পড়ে যান গ্রামেরই বাসিন্দা কানাইলাল  কুণ্ডু (৮২) নামের এক বৃদ্ধ। এরপর তাঁর দিকেই পাল্টা তেড়ে আসে হনুমানটিই। বৃদ্ধকে ধরে ক্রমাগত চালাতে থাকে চড়- কিল- ঘুষি- কামড়। ঘটনায় গুরুতর জখম হন ওই বৃদ্ধ। শরীর দিয়ে ঝরতে থাকে রক্ত। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান তিনি। স্থানীয় বাসিন্দারা ওই হনুমানের হাত থেকে কোনওমতে উদ্ধার করেন কানাইলালকে। দেখা যায়, বাঁ পায়ের গায়ে রয়েছে গভীর ক্ষত। সেখান থেকে অনবরত বেরোচ্ছে রক্ত। এরপর তাঁকে নিয়ে আসা হয় অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা তাঁকে মৃত (Dead) বলে ঘোষণা করেন। হনুমানের উৎপাতের এই খবর স্থানীয়রাই দেন এলাকার বন দফতরে।

 খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাঁকুড়ার বন দফতরের (Forest Department) কর্মীরা। এদিকে তখনও হনুমান দাপিয়ে বেড়াচ্ছিল গ্রাম। তাঁকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করে বনকর্মীরা। ঘুম পাড়ানি গুলি দিয়ে অবশেষে তাঁকে কাবু করা হয়। এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা গিয়েছিল। 

বনদফতর সূত্রে জানানো হয়েছে, হনুমানটিকে নিয়ে যাওয়া হয়েছে। তাকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজন হলে চিকিৎসা করা হবে। নিহতের পরিবারকে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে জানিয়ে বন দফতরের পক্ষ থেকে বলা হয়, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মনে করা হচ্ছে, হনুমানের আক্রমণ ও কামড়ে ভয় পেয়ে যান বৃদ্ধ। তার ফলে হার্ট আটাক করে মৃত্যু হতে পারে ওই বৃদ্ধের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাস্তা পার হতে গিয়ে প্রখর রৌদ্রে মাথা ঘুরে লরির তলায় পড়ে মৃত্যু বৃদ্ধের

রাজভবনের অন্দরে ওঠা অভিযোগ প্রসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে সরব সায়নী ও লাভলী মৈত্র

কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে! গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কান্ড

গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হল রাজগঞ্জ থানার পুলিশ

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

রাজ্য পুলিশদের জন্য পোস্টাল ব্যালট বন্ধ হওয়ায় সরব মমতা  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর