এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ঘুঁটি অর্জুন, ধাক্কার কৌশল বিজেপিকে, পরিকল্পনা তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের(Arjun Singh) দলত্যাগ বঙ্গ বিজেপির(BJP) পক্ষে যে বড় ধাক্কা তা নিয়ে কোনও সন্দেহ নেই। যদিও পদ্মশিবিরের কোনও নেতাই তা প্রকাশ্যে মুখে স্বীকার করছেন না। কিন্তু এবার সেই অর্জুনকেই ঘুঁটি করে উত্তর ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় গেরুয়া শিবিরে ধস নামাতে ছক কষে ফেলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসা অর্জুনের ঘাড়ে বনগাঁ(Bongna) সাংগাঠনিক জেলার দায়িত্ব দিয়েছে রাজ্যের শাসক দল। লক্ষ্য বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের(Shantanu Thakur) গড়ে বড়সড় ধস নামানো। পাশাপাশি ব্যারাকপুর মহকুমা এলাকাতেও বিজেপির শিবিরে বড় ধস নামাতে পরিকল্পনা ছকে ফেলেছে তৃণমূল। এই দুই এলাকাতে সাফল্য মিললেই অর্জুনকে নদিয়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় পদ্মশিবিরে ধাক্কা দিতে মাঠে নামানো হবে, অন্তত এমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রে।   

আগামী ৩০ মে ব্যারাকপুর মহকুমার শ্যামনগরে অন্নপূর্ণা জুটমিল মাঠে আয়োজিত তৃণমূলের সভায় যোগ দেবেন দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সেই সভার প্রস্তুতি সারতেই সোমবার স সন্ধ্যায় টিটাগড়ের জেলা কার্যালয়ে বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক,মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী রথীন ঘোষ, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী সুজিত বসু. সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক পার্থ ভৌমিক-সহ সাংগঠনিক জেলার অন্তর্গত বিধায়ক এবং অন্যান্য নেতারা। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন অর্জুন সিংও। বৈঠক শেষ হয় একটু বেশি রাতের দিকেই। বৈঠক শেষে অর্জুন জানান, ‘আগামী দিনে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ৯০ শতাংশ বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করবে। আর ঘরে বসে থাকা নয়। চাপমুক্ত হয়ে এবার মানুষে জন্য কাজ করার পালা। আগামী লোকসভা নির্বাচনই এখন পাখির চোখ। রাজ্যের ৪২টি আসনেই জিতবে তৃণমূল। শূন্যতে নামবে বিজেপি।’

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেই বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের পতাকা কাঁধে তুলে নেবেন একঝাঁক নেতা–কর্মী। সেই যোগদানের তালিকা তৈরি করে ফেলেছেন অর্জুন। তবে অর্জুনের সব থেকে বড় কাজ হতে চলেছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রে ঘাসফুল ফোটানো। সেই সঙ্গে অর্জুনকে দিয়েই নদিয়া জেলার রানাঘাট ও কল্যাণী মহকুমা এলাকায় বিজেপির ঘরে ঘরে ধস নামানোর পরিকল্পনা নিয়েছে তৃণমূল। শুধু এই এলাকাই নয়, রাজ্যের যেখানে যেখানে হিন্দিভাষী ভোটার আছেন সেখানে সেখানেই অর্জুনকে নামানো হবে গেরুয়া ভোটব্যাঙ্কে ধস নামাতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ‘SET’ গঠন লালবাজারের

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

তিলজলায় প্রচন্ড গরমে পুকুরে স্নান করতে নেমে ৩ কিশোরের মর্মান্তিক মৃত্যু

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

সুবীরেশ-কল্যাণময়কে নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তথ্য পেশ তাঁদের আইনজীবীর

চাকরি বাতিলের জেরে একাধিক  স্কুলে বন্ধের মুখে বিজ্ঞান বিভাগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর