এই মুহূর্তে




মহিলাদের লড়াই নিয়ে তৈরি ‘কাঠগোলাপ’ ছবি নিষিদ্ধ করল মোল্লা ইউনূস সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানের পোষ্যভৃত্য ‘রাজাকার’ মোল্লা ইউনূসের জমানায় বাংলাদেশে শুরু হয়েছে তালিবানি শাসন ব্যবস্থা। আফগানিস্তানের তালিবানি সরকার যেভাবে মহিলাদের পর্দানসীন রাখতে চাইছে, ঠিক সেই পথই অনুসরণ করছে মোল্লা ইউনূস সরকার। মহিলাদের লড়াইয়ের গল্প নিয়ে তৈরি ‘কাঠগোলাপ’-কে নিষিদ্ধ ঘোষণা করে তদারকি সরকার বুঝিয়ে দিয়েছে, বদলের বাংলাদেশে তালিবানি শাসন চলছে। ইদানিংকালে বাংলাদেশে নির্মিত কোনও ছবিকে এভাবে নিষিদ্ধ করা হয়নি। সূত্রের খবর, ছবি নিষিদ্ধের পিছনে কলকাঠি নেড়েছেন জামায়াত ইসলামীর পোষ্যভৃত্য তথা মুক্তিযুদ্ধ বিরোধী শিবিরের অন্যতম সেনাপতি মোস্তফা সারোয়ার ফারুকী।

‘‘কাঠগোলাপ’ ছবিটি তৈরি হয়েছে তিন নারীর জীবন সংগ্রামের গল্পকে কেন্দ্র করে। এদের একজন পুরোদস্তুর গৃহবধূ, একজন কর্পোরেট সংস্থার কর্মী ও একজন শিক্ষিকা। তিন জনের জীবনের গল্প একসূত্রে বোনা হয়েছে। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। তিনটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, কেয়া ও মেঘলা মুক্তা। এছাড়াও অভিনয় করেছেন রাশেদ অপু, এ কে আজাদ, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু ও সুজন হাবিব। ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাজ্জাদ খান। প্রযোজনা করেছে ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্ট। ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর ছবিটির ছাড়পত্রের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে (সেন্সর বোর্ডে) জমা দেন প্রযোজক ফরমান আলী। প্রায় দুই বছর ধরে ছাড়পত্র না পাওয়ায় পরবর্তীতে আপিল আবেদন করেন তিনি। দেশে মুক্তি না পেলেও বিভিন্ন দেশের একাধিক চলচিত্র উৎসবে প্রশংসিত হয় ছবিটি।

কিন্তু গত ২৩ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে ‘কাঠগোলাপ’ ছবিটির প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ‘চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩–এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় তা নাকচ করা হয়েছে।’ ছবিটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করা-সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঢাকায় আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের বাড়ি পুড়িয়ে দিল জামায়াতে-এনসিপি সন্ত্রাসীরা

ইউনূসের আবদার মানছে দিল্লি, ফেরত পাঠানো হচ্ছে না হাসিনাকে

হাসিনার ফাঁসির সাজাকে কোরাস সুরে স্বাগত বিএনপি-জামায়াতে ও এনসিপি’র

সাহেবের জন্মদিনেই সম্পর্কে সিলমোহর ‘কথা’ সুস্মিতার, কীভাবে?

শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনানো তিন বিচারপতিই রাজাকার সন্তান

ফাঁসির সাজা পাওয়া হাসিনাকে ফেরত চেয়ে ফের দিল্লিকে চিঠি দিচ্ছে ইউনূস সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ