এই মুহূর্তে




চিন্ময় প্রভুর জামিন শুনানি হল না, জেলেই থাকতে হচ্ছে ইসকন সন্ন্যাসীকে




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হল। রাষ্ট্রদ্রোহ মামলায় ধৃত ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুর জামিন শুনানি হল না। সোমবার(২০ জানুয়ারি) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার ডিভিশন বেঞ্চে মামলার কার্যতালিকায় ৩০৬ নম্বরে ছিল ইসকন সন্ন্যাসীর জামিন আবেদন। সকালে আদালত শুরু হতেই অপূর্ব ভট্টাচার্য-সহ একাধিক আইনজীবী ইসকন সন্ন্যাসীর শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে শুনানি এগিয়ে আনার আর্জি জানান। কিন্তু তাতে রাজি হননি দুই বিচারপতি। বরং খানিকটা ব্যঙ্গের সঙ্গে বলেন, ‘চিন্ময় প্রভু ভিআইপি নাকি যে তাঁকে বাড়তি সুবিধা দেওয়া হবে? কয়েক মাস জেলে কাটালে কী আকাশ ভেঙে পড়বে? যে দিন তালিকায় আসবে সেই দিনই শুনানি হবে।’ বিচারপতিদের ওই কথা শুনে বিস্মিত হন ইসকন সন্ন্যাসীর আইনজীবীরা। পরে আইনজীবী অপূর্ব ভট্টাচার্য জানান, আগামী সপ্তাহে ফের চিন্ময় প্রভুর জামিন আর্জি শোনার আবেদন জানানো হবে না।

শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর বেলাগাম সন্ত্রাস শুরু হয়েছে। বাড়ি-ঘর-ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি হিন্দুদের মন্দিরগুলিতেও ব্যাপক ভাঙচুর চলছে। ওই নির্যাতনের বিরুদ্ধেই সরব হয়েছিলেন চট্টগ্রামের পুণ্ডরীক ধামের প্রধান তথা ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভু। নিপীড়িত হিন্দুদের নিয়ে তিনি গড়ে তুলেছিলেন সম্মিলিত সনাতনী জাগরণ জোট। আর হিন্দু নির্যাতন নিয়ে সরব হওয়ায় মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের রাজরোষে পড়তে হয় তাঁকে। গত ২৫ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে গ্রেফতার করা হয় চিন্ময় প্রভুকে। ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে তাঁকে পেশ করা হলে জামায়াত ইসলামীর সদস্য তথা চট্টগ্রাম মহানগর আদালতের বিচারক সাইফুল ইসলাম জেল হেফাজতে পাঠানোর আদেশ দেন। পরে ৩ ডিসেম্বর জামিন আর্জির শুনানির দিন ধার্য ছিল। কিন্তু তার আগেই চিন্ময় প্রভুর আইনজীবী শুভাশিস শর্মা-সহ ৭০ জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। এমনকি বেশ কয়েকজন হিন্দু আইনজীবীর চেম্বারেও ভাঙচুর চালানো হয়। চট্টগ্রাম আদালতের জামায়াত ইসলামি সমর্থক আইনজীবীরা আগ্নেয়াস্ত্র হাতে মিছিলও করেন। ফলে চিন্ময় প্রভুর হয়ে কোনও আইনজীবী দাঁড়াননি। মওকা পেয়েই হিন্দুদের রক্ষাকর্তার জামিন শুনানি এক মাস পিছিয়ে দেন বিচারক। এর পরে ঢাকা থেকে প্রবীণ আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ প্রাণের ঝুঁকি নিয়ে চিন্ময় প্রভুর জামিন শুনানি এগিয়ে আনার আর্জি নিয়ে গত ১১ ডিসেম্বর চট্টগ্রাম আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু ছুটকো কারণ দেখিয়ে তাঁর আবেদন খারিজ করে দেন বিচারক।

গত ২ জানুয়ারি ফের চিন্ময় প্রভুর জামিন আর্জি খারিজ করে দিয়ে তাঁকে জেলে রাখার নির্দেশ দেয় চট্টগ্রাম আদালত। নিম্ন আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশ হাইকোর্টের দরজায় কড়া নাড়েন ইসকন সন্ন্যাসী। গত ১২ জানুয়ারি জামিন চেয়ে হাইকোর্টে দায়ের হয় আর্জি। ওই দিনই দ্রুত শুনানির জন্য আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা। যদিও তাতে রাজি হয়নি বিচারপতি আতোয়ার রহমানো বিচারপতি আলী রেজার ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে বিষয়টি মেনশন করতে বলেন। সেই মতো এদিন সকালে আইনজীবী অপূর্ব ভট্টাচার্য-দীপঙ্কর হালদাররা শুনানি এগিয়ে আনার আর্জি জানান। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়ে বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, কার্যতালিকা অনুযায়ী মামলা শুনবেন। যে দিন কার্যতালিকায় আসবে সেই দিনই শুনানি হবে।   




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘হাসিনাকে ফেরত দিন’, নথিপত্র-সহ দিল্লিকে ফের চিঠি ইউনূস সরকারের

‘আমরা কারও ধার ধারি না’, মোল্লা ইউনূসকে হুঁশিয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধানের

কুখ্যাত ‘আয়নাঘর’ নিয়ে হাসিনাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন মোল্লা ইউনূস

মুজিবের ঘর গুঁড়িয়ে দেওয়ার পুরস্কার, ‘নিশান-ই-পাকিস্তান’ পাচ্ছেন মোল্লা ইউনূস!

তালিবানি জমানা বাংলাদেশে,ভ্যালেন্টাইন দিবস পালন না করার নির্দেশ ইউনূসের মৎস্য উপদেষ্টার

‘ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়ান’, জামায়াত নেতৃত্বকে নির্দেশ পাকিস্তানের রাষ্ট্রদূতের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর