এই মুহূর্তে




চট্টগ্রামে ২০ কোটি টাকার জাল ডলার, ইউরো, রিয়াল ও দিরহাম বাজেয়াপ্ত, আটক ১

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ পুলিশের চোখ এড়িয়ে বাড়ির মধ্যেই কারখানা স্থাপন করে চলছে দেদার বিদেশী টাকা ছাপানো। অবশেষ পুলিশি হস্তক্ষেপে উন্মোচন হল সেই কারখানার। উদ্ধার হল প্রায় ২০ কোটি মূল্যের বিদেশি মুদ্রা—ডলার, ইউরো, রিয়াল ও দিরহাম। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাট নূর হাউজিং এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তামজিদ নামক এক যুবককে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭। তাঁর থেকেই খবর পেয়ে প্রায় বিদেশি মুদ্রা জব্দ করে র‌্যাব বাহিনী। তারা জানায়, উদ্ধার হওয়া এসব জাল মুদ্রা বাংলাদেশি মুদ্রার প্রায় ২০ কোটি টাকা সমমূল্যের।

এই বিষয়ে র‌্যাব-৭ সহকারী পরিচালক একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ‘গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল থেকে বহদ্দারহাট এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে র‌্যাব বাহিনী ২০ কোটি মূল্যের বিদেশী ডলার, ইউরো, রিয়াল, দিরহাম ও বাংলাদেশি জাল নোট উদ্ধার করেছে। এগুলি এখন গণনা করা হচ্ছে। এ ঘটনায় তামজিদ নামের একজন যুবককেও আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনিই র‌্যাবকে বিদেশি মুদ্রা ছাপানোর কারখানাটির খোঁজ দেয়।

এরপরেই নগরের আন্দরকিল্লা এলাকার একটি প্রেস থেকে এসব ডলার, টাকা উদ্ধার হয়। তবে আটক কৃত তামজিদের কাছ থেকে প্রায় সাতটি মুঠোফোন, সাতটি ক্রেডিট কার্ড, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।’ ওই যুবকই এই কারখানা থেকে জাল টাকা নিয়ে বিদেশে সরবরাহ করত বলে জানা গিয়েছে। তাঁকে আটক করে জাল নোট তৈরির কারখানা উন্মোচন করে র‌্যাব বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সবটা স্বীকার করেছেন। র‌্যাব আরও জানিয়েছে যে, আটক ব্যক্তি র বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে চট্টগ্রামে এ ধরনের জাল বিদেশি মুদ্রা তৈরির ঘটনা সাম্প্রতিক সময়ে প্রথম বলেই সূত্রের খবর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাম্পের বন্দিশালা থেকে ৩১ দিন পর মুক্তি পেলেন ৬৪ বছর বয়সী বাংলাদেশি মাসুমা খান

‘হিন্দু-মুসলিম ভাই ভাই’, মতুয়াদের ভোট পেতে শ্লোগান খালেদার দলের মহাসচিবের

শিক্ষকদের আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ ঢাকা, রবিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা

অশনিসঙ্কেত! ৫৪ বছর বাদে ফের বাংলাদেশে পৌঁছল ক্ষেপণাস্ত্রবাহী পাকিস্তানি যুদ্ধজাহাজ

মাশরাফি-তামিমের‌‌ পর জাহানারার পাশে দাঁড়ালেন বাংলাদেশের‌’ দ্রাবিড় ‘ মুশফিকুর

নির্বাচকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলা জাহানারার পাশে মাশরাফি, চাইলেন নিরপেক্ষ তদন্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ