এই মুহূর্তে




ভারত বিরোধিতার পুরস্কার, বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহার করার অনুমতি দিল পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের সৌজন্যে ‘বিছড়ে হুয়া ভাই’ বাংলাদেশকে ফের কাছে ফিরে পেয়েছে একাত্তরে বাঙালি নিধন চালানো পাকিস্তান সরকার। ৫৪ বছর বাদে ‘বিছড়ে হুয়া ভাই’কে ফিরে পেয়ে তাই খুশিতে ডগমগ হয়ে কল্পতরু হয়ে উঠেছে পাক হানাদার বাহিনী। বাংলাদেশকে এবার করাচি বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে।

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পরেই পাকিস্তানি পোষ্যভৃত্য হিসাবে পরিচিত মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় তদারকি সরকার। ওই সরকারের জমানায় গত ১৪ মাসে অতীতের তিক্ততাকে দূরে সরিয়ে রেখে অনেকটা কাছাকাছি এসেছে ঢাকা ও ইসলামাবাদ। দু্ই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। ভারতের পরিবর্তে পাকিস্তান থেকে পণ্য আমদানি করার জন্য ব্যবসায়ীদের ফরমান জারি করেছে ইউনূস সরকার। ব্যবসা ও প্রাণ বাঁচাতে সেই ফরমান মেনে চলছেন বড় ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীগুলি। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পাকিস্তান থেকে ৭৮৭ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, বিপরীতে রফতানি করেছে মাত্র ৮০ মিলিয়ন ডলারের পণ্য।

সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত বসে বাংলাদেশ ও পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক।। বৈঠকে পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা। তাছাড়া কৃষি গবেষণা, হালাল ফুড, তথ্যপ্রযুক্তি (আইটি) ও নৌপরিবহণ-সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে পাকিস্তানের তরফে বাংলাদেশে তাদের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি সিকিউরিটি প্রিন্টিং ও ব্যাঙ্কিংক্ষেত্রে সব মূল্যমানের নোট, প্রাইজবন্ড ও অন্যান্য নিরাপত্তা সামগ্রী মুদ্রণে ব্যবহৃত নিরাপত্তা কালি সরবরাহের বিষয়ে উন্মুক্ত দরপত্রে অংশ নেওয়ার ইচ্ছাপ্রকাশ করা হয়। এমনকি ব্যাঙ্কিং ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণও দেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের প্রতিনিধিরা।

প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক। ইউনূসের অর্থ উপদেষ্টা জানান ‘নৌচলাচল এবং আকাশপথের যোগাযোগ বাড়ানোসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে এবং সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে।’ পাকিস্তানের জ্বালানিমন্ত্রী জানান, ‘শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকার না থাকায় ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক আরও মজবুত হবে। বাংলাদেশ থেকে পাট ও ওষুধ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।’

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

মুক্তিযুদ্ধের সময়ে হিন্দুদের কচুকাটা করেছিলেন বাবা, শেখ হাসিনার মামলায় ছেলে সরকারি আইনজীবী

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সংযমী প্রতিক্রিয়া চিনের

ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনা ও কামালকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ ইউনূস সরকার

নবান্নে শাড়ি কিনে দেয়নি স্বামী, রাগে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন স্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ