এই মুহূর্তে




হাজার-হাজার কোটি টাকা আত্মসাৎ করেও জামিন পেলেন ইউনূসের অপকর্মের সঙ্গী

আন্তর্জাতিক ডেস্ক: অভিযোগ উঠেছিল প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের। সেই অভিযোগ দায়ের করেছিলেন প্রাক্তন এক কর্মী। সেই মামলাতেই গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিনজন পেলেন জামিন। আদালতে আত্মসমর্পণ করার পরেই জামিন দেওয়া হয়েছে ইউনূসের অপকর্মের সঙ্গীদের।

রবিবার  (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে  ইয়াসির আজমানসহ তিনজন  আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করার পর জামিনের আবেদন করেন।  এদিন শুনানি শেষ হওয়ার পর বিচারক পাঁচ হাজার টাকা জরিমানায় জামিনের আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী এহেসানুল হক সমাজী তাঁদের জামিনের সত্যতার কথা জানান। ছাড়াও জামিন পেয়েছেন  গ্রামীণফোনের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক এবং চিফ হিউমান রিসোর্স অফিসার সায়েদা তাহিয়া হোসেন।

জানা গিয়েছে, ২৬ সেপ্টেম্বর ‘প্রতারণা ও চুরির’ অভিযোগ জানিয়ে রাকিবুল আজম নামের এক প্রাক্তন কর্মী মামলা দায়ের করেন। আদালত মামলাটি  মামলাটি গ্রহণ করে এবং অভিযুক্তদের  ২৬ অক্টোবর আদালতে হাজির  দেওয়ার কথা জানয়ে সমন জারি করে। গ্রামীণফোন এক বিবৃতিতে  জানিয়েছে, “এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক মামলা। এই মামলা দায়ের করা হয়েছে আমাদের সিনিয়র ম্যানেজমেন্টকে হয়রানি করার উদ্দেশ্যে ।  আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি, মাননীয় আদালতে আমরা ন্যায়বিচার পাব।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে বলুন’, ঢাকায় ভারতীয় দূতকে ডেকে ধমক ইউনূস সরকারের  

বাংলাদেশের মাটিতে ৬০ জঙ্গি শিবির চালাচ্ছেন মাসুদ আজহার, অর্থ জোগাচ্ছেন ইউনূসের ছোট কন্যা

হিরো আলমের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি

ঢাকায় পর পর বাসে আগুন, নাশকতার আশঙ্কায়  সব বিমানবন্দরে ‘হাই অ্যালার্ট’

আওয়ামী লীগ নিধন যজ্ঞ চালাতে ফেব্রুয়ারি পর্যন্ত সেনার বিশেষ ক্ষমতা বাড়াল ইউনূস সরকার

ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার পরেই ঢাকায় জারি হাই অ্যালার্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ