এই মুহূর্তে




লরির ধাক্কায় লাইনচ্যূত ট্রেন, চাপা পড়ে নিহত ১

নিজস্ব প্রতিনিধি: চলন্ত ট্রেনে ধাক্কা দিল পণ্যবোঝাই লরি। ঘটনাটি চট্টগ্রামের সাগরিকা এলাকার । সেখানে চলন্ত ট্রেনে ধাক্কা দিয়েছে একটি দ্রুতগামী পণ্যবোঝায় লরি। তাতে ট্রেনের একটি বগিসসহ ইঞ্জিন এবং লরিটি রেল লাইনের উপরেই উঠে পড়ে। লরির চাকায় চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মঙ্গলবার ভোরে চট্টগ্রামের সাগরিকা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির নাম শামসুল হাই (৬০)। তিনি চট্টগ্রামের পাহাড়তলীর দিদার কলোনির বাসিন্দা। ওই এলাকায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন তিনি।

জানা গিয়েছে, চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভোর ৪টে নাগাদ। ৪টে ২০ মিনিটের দিকে সাগরিকার বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় লরিটি রেললাইনে ঢুকে পড়ে সরাসরি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। তৎক্ষণাৎ ইঞ্জিন এবং ট্রেনের বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ট্রেনের বাকি মালবাহী বগিগুলোকে সিজিপিওয়াই স্টেশনে নিয়ে আসা হয়েছে

রেলের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্ঘটনায় গেটম্যানের অবহেলা ছিল। গেট খোলা ছিল। ফলে লরিটিও বুঝতে না পেরে এই দ্রুত বেগে চলছিল। শেষ পর্যন্ত সেটি গিয়ে মালবাহী ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। একটি ক্রেন নিয়ে এসে রেললাইন পরিষ্কারের চেষ্টা চলছে। শুরু হয়েছে  তদন্ত। চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহিদুল ইসলাম বলেন ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। তারপর থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এই লাইনটি শুধু মালবাহী পণ্য নিয়েযাওয়া ট্রেনের জন্যই ব্যবহার করা হয়। তাই অন্য লাইন দিয়ে চলা যাত্রীবাহী ট্রেনে কোনও সমস্যা হচ্ছে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণার দায়ে এবার অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সোমে শেখ হাসিনার ফাঁসির রায় সরাসরি টিভিতে সম্প্রচার হবে

২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়ে দিল আরব আমিরাত

স্ত্রীকে পেটানোর মামলায় ২০০ টাকার মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

‘ক্ষমতায় এসে ভারতের দাদাগিরি বন্ধ করে দেব’, হুঙ্কার খালেদার দলের মহাসচিবের

বউকে পেটানোর দায়ে গ্রেফতার বাংলাদেশের চর্চিত নায়ক হিরো আলম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ