21ºc, Haze
Wednesday, 1st February, 2023 10:26 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্বে প্রথম নাকে দেওয়ার টিকা তৈরি করে ভারত বায়োটেক। আসন্ন সাধারণতন্ত্র দিবসে সেই টিকার আত্মপ্রকাশ ঘটতে চলেছে। সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা ইলা এই খবর দিয়েছেন।
কৃষ্ণা ইলা ভোপালে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বে একমাত্র ভারত প্রথম তৈরি করে নাকে দেওয়ার টিকা। আসন্ন সাধারণতন্ত্র দিবসে সেই টিকার আত্মপ্রকাশ ঘটতে চলেছে। গত ডিসেম্বরে কেন্দ্র এই টিকার দাম ঘোষণা করে। সরকারি হাসপাতালে এই টিকা পাওয়া যাবে ৩২৫ টাকায়। বেসরকারি হাসপাতাল থেকে নিলে টিকার জন্য দিতে হবে ৮০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে মূল্যযুক্ত কর। হিসেব করে দেখা গিয়েছে,৮০০ টাকার টিকার দাম বেড়ে হচ্চে প্রায় হাজার টাকার কাছাকাছি। ধরে নেওয়া যেতে পারে, সংখ্যাগরিষ্ঠ মানুষ এই টিকার জন্য সরকারি হাসপাতালকে বেছে নেবে। টিকা তৈরির খবরে দেশবাসী এবং চিকিৎসক মহল স্বস্তিতে থাকলেও জানার দরকার ছিল, টিকা কবে থেকে বাজারে পাওয়া যাবে। ভারত বায়োটেকের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর দিলেন সুখবর। আসন্ন সাধারণতন্ত্র দিবস যে ঐতিহাসিক হয়ে থাকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
উল্লেখ করা যেতে পারে, গত ২৭ ডিসেম্বর কেন্দ্র বিবৃতি জারি করে জানায়, নাকে দেওয়ার টিকার দাম। অন্যদিকে, ভারত বায়োটেক জানায়, সূচ ফোটাতে যাদের ভয়, তাদের কথা ভেবেই এই টিকা।
আরও পড়ুন Bharat Biotech: ভারত বায়োটেকের নাকে দেওয়ার ভ্যাকসিনের দাম ঘোষণা কেন্দ্রের