26ºc, Rain
Sunday, 14th August, 2022 12:10 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ত্রুটিযুক্ত প্রেসার কুকার (pressure cooker)বিক্রির দায়ে বিখ্যাত ই-কমার্স সংস্থার অ্যামাজনের (Amazon) বিরুদ্ধে মোটা টাকা জরিমানা ধার্য করল কেন্দ্রীয় গ্রাহক নিরাপত্তা রক্ষা কমিটি। জরিমানা এক লক্ষ টাকা। পাশাপাশি, অ্যামাজনকে বলা হয়েছে, এই ধরনের আর যে সব প্রেসারকুকার তাঁরা বিক্রি করেছিল, বিজ্ঞাপন দিয়ে সেই সব প্রেসারকুকার ফেরত নিতে হবে। ফিরিয়ে দিতে হবে টাকা (money) । জানা গিয়েছে, এই ধরনের ত্রুটিযুক্ত ২,২৬৫টি প্রেসার কুকার বিক্রি করেছিল এই ই-কমার্স সংস্থা। এই সব প্রেসার কুকার বিক্রি করে অ্যামাজন আয় করে ৬,১৪,৮২৫.৪১ টাকা।
কেন্দ্রীয় গ্রাহক নিরাপত্তা রক্ষা কর্তৃপক্ষের (Central Consumer Protection Authority ) তরফ থেকে এই রায়ের খবর দিতে গিয়ে বলা হয়েছে, এক ব্যক্তি ই-কমার্স (e-commerce) সংস্থার থেকে একটি প্রেসার কুকার ক্রয় করেন। বিক্রি হওয়া প্রেসার কুকারে ত্রুটি ধরা পড়ায় তিনি আদালতের (Consumer court) দ্বারস্থ হন। আদালতে তাঁর অভিযোগ (allegation) সঠিক প্রমাণিত হওয়ায় ওই ই-কমার্স (e-commerce) সংস্থার বিরুদ্ধে মোটা টাকা জরিমানা ধার্য করা হয়েছে। পাশাপাশি এই ধরনের আরও যত প্রেসার কুকার (pressure cookers)তারা বিক্রি করেছে, সংখ্যাটা ২,২৬৫ টি, সেই সব প্রেসার কুকার ফিরিয়ে নিতে (recall) তাদের বিজ্ঞাপন (advertisement) দিতে হবে। ফেরত দিতে হবে ক্রয়মূল্য। আগামীদিনে তারা যাতে এই ধরনের ত্রুটিপূর্ণ জিনিস বিক্রি না করে সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। গ্রাহক নিরাপত্তা রক্ষা কমিটির এই রায়ে ত্রুটিপূর্ণ (defected) প্রেসার কুকারের মালিক অনেকটাই স্বস্তিতে।
এই মামলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, অ্যামাজনের মতো একটি বিখ্যাত ই-কমার্স সংস্থা কী করে এমন ত্রুটিপূর্ণ প্রেসার কুকার বিক্রি করে?