এই মুহূর্তে




লক্ষাধিক টাকার ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে গ্রেফতার ভোজপুরি অভিনেতা ও ইউটিউবার




নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ইউটিউবার এবং ভোজপুরি অভিনেতা দিলীপ কুমার সাহুকে গ্রেফতার করেছে দহিসার সাইবার পুলিশ। তার বিরুদ্ধে ক্রেডিট কার্ড সোয়াইপের বিনিময়ে নগদ অর্থ প্রদানের অজুহাতে একজন মুম্বইবাসীর কাছ থেকে ৩.৫ লক্ষ টাকারও বেশি প্রতারণা করার অভিযোগ রয়েছে।

৪১ বছর বয়সী অভিনেতাকে উত্তর প্রদেশের কৌশাম্বি থেকে গ্রেফতার করা হয়। ২৮ জুন ট্রানজিট রিমান্ডে মুম্বইয়ে আনা হয়েছিল। এক প্রতিবেদন অনুসারে, তাকে ১ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তদন্তে জানা গিয়েছে, সাহু কান্দিভালি, গোরেগাঁও এবং শহরের অন্যান্য অংশে একই রকম প্রতারণা করেছেন। কৌশাম্বিতেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

বোরিভালির বাসিন্দা বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (BEST) এর ৪৪ বছর বয়সী এক চালকের অভিযোগ, তিনি একটি প্রতারণামূলক ক্যাশ-অন-ক্রেডিট-কার্ড স্কিমের ফাঁদে পড়ে ৩.৫ লক্ষ টাকা খুঁইয়েছেন। ওই ব্যক্তি দহিসার সাইবার সেলের কাছে অভিযোগ দায়ের করার পর এই জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে।

গত মে মাসে কান্দিভালির পয়জার ডিপোতে কর্মস্থলে যাওয়ার সময় জালিয়াতি শুরু হয়। তিনি একটি পোস্টার লক্ষ্য করেন যাতে লেখা ছিল “ক্রেডিট কার্ড সে ক্যাশ লিজিয়ে”। সেই সঙ্গে দেওয়া ছিল একটি মোবাইল নম্বর। নম্বরটি নিজের ফোনে সেভ করে নেন ও চালক।

১৩ মে চালক ওই নম্বরে ফোন করে একজনের সঙ্গে কথা বলেন। ওই ব্যক্তি নিজেকে দিলীপ কুমার সাহু নামে পরিচয় দেন। তিনি ক্রেডিট কার্ড সোয়াইপের বিনিময়ে নগদ অর্থ প্রদানের প্রস্তাব দেন মাত্র ২.৫ শতাংশ কমিশন চার্জ নিয়ে। এই প্রস্তাবে বিশ্বাস করে চালক হোয়াটসঅ্যাপে তার ক্রেডিট কার্ডের বিবরণ (যার মধ্যে সিভিভি এবং ওটিপিও অন্তর্ভুক্ত ছিল)  শেয়ার করেন। কিছুক্ষণ পরেই, ২০,০০০ টাকার লেনদেন থেকে ৫০০ টাকা কেটে নেওয়ার পর, তিনি গুগল পে-এর মাধ্যমে ১৯,৫০০ টাকা পান।

প্রথমবার বিশ্বাস জন্মানোর পর উৎসাহিত হয়ে, চালক ১৬ মে আবার দিলীপ কুমার সাহুর সঙ্গে যোগাযোগ করেন এবং ৩.৫ লক্ষ টাকা দাবি করেন। তিনি তার দুটি ক্রেডিট কার্ডের বিবরণ এবং ওটিপিগুলিও শেয়ার করেন। এবার দেখা যায় একাধিক লেনদেনের মাধ্যমে ৩,৫০,০২০ টাকা কেটে নেওয়া হল, কিন্তু অ্যাকাউন্টে কোনও টাকা এল না। এতেই সন্দেহ হয় চালকের। তিনি পুলিশের সাইবার বিভাগে গোটা বিষয়টি জানান।

দহিসার পুলিশের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সাহু ভুক্তভোগীকে আশ্বস্ত করেছিলেন যে ৩.৫ লক্ষ টাকা চালকের সেভিংস অ্যাকাউন্টে জমা করা হবে। কিন্তু তা আর হয়নি। প্রতারণার শিকার হওয়ার কথা বুঝতে পেরে, চালক প্রথমে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে বিষয়টি রিপোর্ট করেন। তারপর স্থানীয় পুলিশের কাছে যান। জোন ১২-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে, এপিআই অঙ্কুশ দান্ডগে এবং কনস্টেবল শ্রীকান্ত দেশপাণ্ডে অভিযুক্তকে কৌশাম্বিতে খুঁজে বের করে তাঁকে গ্রেফতার করেন




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নেপাল-চিন সীমান্তে আকস্মিক বন্যায় ভেসে গেল একের পর এক গাড়ি, নিখোঁজ অন্তত ১৮

পুরুষদের পেছনে ফেলে শীর্ষে স্কারলেট, নতুন রেকর্ড গড়লেন অভিনেত্রী

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

ভূত তাড়ানোর নামে মাকে পিটিয়ে মারল ছেলে

তামিলনাড়ুতে রেললাইন পার হওয়া স্কুলবাসে ট্রেনের ধাক্কা, ৩ শিশুর মৃত্যু

ডাইনি অপবাদে পূর্ণিয়ায় একই পরিবারের ৫ জনকে জ্যান্ত পুড়িয়ে খুন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ