32ºc, Haze
Sunday, 2nd April, 2023 4:44 pm
নিজস্ব প্রতিনিধি, সিমলা : একদিকে সাম্প্রদায়িক তাস, অন্যদিকে মমতার আদলে ‘সবুজ সাথী। হিমাচল প্রদেশে বিজেপির ইস্তাহারে যেমন ঠাঁই পেয়েছে অভিন্ন দেওয়ান বিধি, (Uniform Civil Code) তেমনই রয়েছে ‘মমতা’র ছোঁয়া। রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে হিমাচলে বিজেপির ইস্তাহার প্রকাশ হল।
গুজরাতে কিছুদিন আগে দুই জেলায় তিন দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। ওই রাজ্যের ভোটের আগে বিজেপি সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করছে বলে বিরোধীরা অভিযোগ তুলেছিল। এবার হিমাচল প্রদেশের ভোটেও সাম্প্রদায়িক তাস খেলল গেরুয়া বাহিনী। ইস্তাহারে বলা হয়েছে, বিজেপি ফের ক্ষমতায় এলে অভিন্ন দেওয়ান বিধি চালু করা হবে। পাশাপাশি ক্ষমতায় এলে ওয়াকফ সম্পত্তি নিয়ে তদন্তেরও আশ্বাস দেওয়া হয়েছে। বহু ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে গিয়েছে বলে অভিযোগ রয়েছে। তাই এই প্রতিশ্রুতি।
তবে সাম্প্রদায়িক তাস খেললেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সবুজ সাথী’র আদলে স্কুল পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বলা হয়েছে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ছাত্রীরা সাইকেল পাবে। কলেজে উঠলে মিলবে স্কুটার। মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণের কথাও বলা হয়েছে ইস্তাহারে।
পাঁচ বছরে ৮ লাখ বেকারদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সিমলায় সবচেয়ে অর্থকরী ফল হল আপেল। সেই আপেলের উপর থেকে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশে আনার কথা বলা হয়েছে। ইস্তাহার প্রকাশ করে কংগ্রেসের সমালোচনা করে জেপি নাড্ডা বলেন, কংগ্রেসের ইস্তাহারে দিশাহীন। তবে এদিন শাসক দেলের সভাপতির মুখে ‘ডাবল ইঞ্জিনের’ তথ্য শোনা যায়নি।