-273ºc,
Friday, 2nd June, 2023 9:36 pm
নিজস্ব প্রতিনিধি: আবারও কাঠগড়ায় উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থা। উত্তরপ্রদেশের মির্জাপুরের একটি সরকারি স্কুল সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয়েছে। নেপথ্যে, স্কুলের প্রধান শিক্ষকের কাণ্ড কারখানা। সম্প্রতি ওই স্কুলের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা গিয়েছে দ্বিতীয় শ্রেণীর একটি ছাত্রকে শাস্তি দিতে তাকে উল্টো করে ঝুলিয়ে দিয়েছেন স্কুলেরই প্রধান শিক্ষক। জানা গিয়েছে, ওই ছাত্র ক্লাসের অন্য ছাত্রদের সঙ্গে মারামারি করছিল। তাই তাকে শাস্তি দিতে তার পা ধরে তাকে স্কুলের বারান্দা থেকে ঝুলিয়ে দেয় প্রধান শিক্ষক। এখানেই শেষ নয়, ঝুলন্ত অবস্থাতেই তিনি ছাত্রটিকে বারবার হুমকি দিতে থাকেন সে যদি ক্ষমা না চায় তাহলে তিনি তাকে দোতলার ওই বারান্দা থেকে ফেলে দেবেন।
এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই ঘটনার ভয়াবহতায় কার্যত শিউরে উঠেছেন অনেকে। প্রধান শিক্ষকের এরুপ আচরণে শুরু হয় নিন্দার ঝড়। পুলিশ প্রশাসনের কানে বিষয়টি পৌঁছালে তাঁরাও নড়েচড়ে বসেন। তৎক্ষণাৎ তাঁরা স্কুলে পৌঁছে প্রধান শিক্ষককে গ্রেফতার করেছেন বলে জানা গিয়েছে।
স্কুল সূত্রে খবর, অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের নাম মনোজ বিশ্বকর্মা। তিনি যে শিশুটির ওপর এমন নির্দয় অত্যাচার চালিয়েছেন তার নাম সনু যাদব। দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রের তার ডানপিটে স্বভাবের জন্য স্কুলে যথেষ্ট বদনাম আছে। বৃহস্পতিবারও স্কুলে টিফিন টাইমের সময়ে সে তার বন্ধুদের সঙ্গে যখন মারমিট করছিল তখনই ঘটনাস্থলে পৌঁছান ওই প্রধান শিক্ষক। সনুর কাণ্ডকারখানা দেখে তিনি তৎক্ষণাৎ ক্ষেপে যান এবং সনুর পা ধরে ঝুলিয়ে দেন। ঘটনার আকস্মিকতায় ভয়ে প্রচণ্ড চিৎকার করে কাঁদতে শুরু করে সনু। কিন্তু তারমধ্যেও ওই প্রধান শিক্ষক ক্রমাগত শিশুটিকে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে বলতে থাকেন, ‘ক্ষমা না চাইলে এক্ষুনি এখান থেকে ফেলে দেব।’
তবে এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করা হলেও এই গ্রেফতারির তীব্র বিরোধিতা করেছেন সনুর বাবা রঞ্জিত যাদব। তাঁর কথায়, ‘মাস্টারজি (প্রধান শিক্ষক) যেটাই করেছেন ভালোবাসার খাতিরে করেছেন। এতে আমাদের কোনও সমস্যা নেই।’
অন্যদিকে, গ্রেফতারির পরেও কোনও অনুতাপ নেই অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের। উল্টে তিনি বললেন, ‘যা করেছি বেশ করেছি। সনু খুবই দুড়ন্ত। স্কুলের বাকি ছাত্র এমনকি শিক্ষকদেরও সে কামড়ে দেয়। তার বাবাই আমাকে বলেছিল ছেলেকে উচিত শিক্ষা দিতে। তাই আমি সনুকে শাস্তি দিয়েছি।’