এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সীতারাম ইয়েচুরির বাড়িতে দিল্লি পুলিশের তল্লাশি

নিজস্ব প্রতিনিধিঃ চিনের তথ্য প্রচার ও দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ নিউজক্লিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল থেকেই নিউজক্লিকের সঙ্গে যুক্ত সাংবাদিক ও কর্মচারীদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ। এবার এই নিউজক্লিক কাণ্ডে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাড়িতে তল্লাশি চালাল দিল্লি পুলিশ। ৩৬ নম্বর পণ্ডিত রবিশঙ্কর শুক্ল লেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

দলের তরফে এই বাড়িটি সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির জন্য বরাদ্দ। এই তল্লাশি প্রসঙ্গে ইয়েচুরি বলেন, “পুলিশ আমার বাড়িতে তল্লাশি করতে এসেছিল। কারণ ওই বাড়িতে আমার সঙ্গেই আরও এক কর্মী থাকেন। যাঁর পুত্র আবার নিউজ়ক্লিক-এ কাজ করেন। পুলিশ ওঁকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। ওই কর্মীর পুত্রের ল্যাপটপ এবং ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওরা কিসের তল্লাশি চালাচ্ছে, কেন চালাচ্ছে, কেউ জানে না। যদি সংবাদমাধ্যমকে দাবিয়ে রাখার চেষ্টা হয়, তা হলে দেশের মানুষের জানা উচিত, এর পিছনে কী কারণ রয়েছে।”  এই বাড়িতেই নিউজক্লিকের সঙ্গে যুক্ত এক যুবক থাকে। ঘটনাচক্রে যুবকের বাবা সিপিএমের কেন্দ্রীয় কমিটির দফতরে কাজ করেন। সেই যুবকের খোঁজেই তল্লাশিতে আসে পুলিশ।

মঙ্গলবার সকাল থেকেই ‘নিউজক্লিক’ কাণ্ডে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম এবং মুম্বই-এর ১০০টিরও বেশি জায়গায় তল্লাশি অভিযান শুরু করে। দিল্লি পুলিশের বিশেষ সেলের ৫০০ পুলিশ মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, প্রথম কোন ডিজিটাল সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। দেশবিরোধী কার্যকলাপ ও চীনের তথ্য প্রচারের অভিযোগ নিউজক্লিক সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। এই মর্মে নিউজ ক্রিকেট সঙ্গে যুক্ত সাংবাদিক ও কর্মচারীদের বাড়িতে অভিযান চালায় দিল্লি পুলিশ। 30টিরও বেশি জায়গায় অভিযান চালানো হয়। ল্যাপটপ, মোবাইল,হার্ডডিক্স ও ইলেকট্রনিক ডিভাইসগুলি বাজেয়াপ্ত করা হয়। ইউএপিএ অ্যাক্ট এর অধীনে দিল্লি পুলিশ একটি মামলা দায়ের করেছে।

ইডি সন্দেহভাজন বেআইনি কার্যকলাপের ইঙ্গিত দিতেই দিল্লি পুলিশ অভিযানে নামে। তিন বছরেরও কম সময়ে ৩৮ কোটি টাকার বেশি বিদেশি তহবিল নেওয়ার তথ্য প্রকাশ করেছে ইডি। এফডিআই-এর মাধ্যমে ৯.৫৯ কোটি টাকা ও ২৮.৪৬ কোটি টাকা সন্দেহজনকভাবে নেওয়া হয়েছে। গৌতম নাভলাখা এবং তিস্তা সেটালভাদের সহযোগীরা সহ বেশ কয়েকজন বিতর্কিত সাংবাদিকদের মধ্যে এই অর্থ ভাগ করা হয়েছে। চীনের সঙ্গে সংযোগ সংক্রান্ত তথ্যও দিল্লী পুলিশকে দিয়েছে ইডি।
পূর্বে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) নিউজক্লিক নিউজ পোর্টালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ইডির দাবি, নিউজক্লিক ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (এফসিআরএ) লঙ্ঘন করে বিদেশী ফান্ডিং পেয়েছে ।

সংস্থাটি আরও অভিযোগ করেছিল যে এই অর্থ দেশবিরোধী কাজে ব্যবহার করা হয়েছিল। পোর্টালটি আমেরিকান ধনকুবের নেভিল রয় সিংগামের থেকে “চীনা প্রচার ছড়ানোর জন্য” তহবিল পায় বলে অভিযোগ। একটি নিউজ ফরম্যাটে চিনপন্থী তথ্য প্রচারে জড়িত থাকারও বিষয়টি উন্মোচিত হয়েছে।

পাশাপাশি নিউজক্লিকের ডিরেক্টর প্রবীর পুরকায়স্থের সঙ্গে ধনকুবের নেভিল রায় সিংগাম এবং প্রকাশ কারাতের মতো সিপিআইএম নেতা ও বিভিন্ন সাংবাদিকের সঙ্গে ইমেল বিনিময়ের খোঁজ পাওয়া গিয়েছে।
নেভিল রায় সিংগাম চিনে থাকেন। নিউক্লিককে ভারতে চীন-পন্থী তথ্য প্রচারের জন্য অবৈধভাবে ৩৮ কোটি টাকা দিয়েছেন বলে অভিযোগ। নিউজক্লিকের ডিরেক্টর প্রবীর পুরকায়স্থ এবং তার সহযোগী সাংবাদিকদের বিরুদ্ধে সিংগামের দেওয়া সাময়িক তহবিলের বিনিময়ে তাদের ওয়েবসাইটে পেইড নিউজ লেখা ও প্রকাশ করার অভিযোগ রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিধু মুসেওয়ালার খুনের ‘মূলচক্রী’ গোল্ডি ব্রার মারা যাননি, গুজব ওড়াল মার্কিন পুলিশ

গাজায় গণহত্যার প্রতিবাদ জানানোয় মুম্বইয়ের স্কুল অধ্যক্ষকে পদত্যাগের নির্দেশ  

কেন্দ্রের নিয়ন্ত্রণে নেই সিবিআই, সুপ্রিম কোর্টে আজব যুক্তি মোদি সরকারের

যৌন কেলেঙ্কারিতে জড়িত দেবগৌড়ার নাতির বিরুদ্ধে জারি লুকআউট নোটিশ

পাপের প্রায়শ্চিত্ত! অতীতে মোদির হয়ে ভোট চাওয়ার জন্য ক্ষমা চাইলেন উদ্ধব

তীব্র তাপপ্রবাহ, পশ্চিমবঙ্গ সহ দেশের  চার রাজ্যে জারি ‘লাল’ সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর