এই মুহূর্তে




মুখ্যমন্ত্রীর কনভয়ের ১৯টি গাড়িতে ডিজেলের বদলে ভরা হল জল, তালা পড়ল পেট্রোল পাম্পে




নিজস্ব প্রতিনিধিঃ কী কাণ্ড! মুখ্যমন্ত্রীর কনভয়ে সাজানো গাড়িতে কিনা ডিজেলের পরিবর্তে ভরা হল জল, হুলস্থুল কাণ্ড! অবিলম্বে ওই পেট্রোল পাম্পটি সিল করে দেওয়া গিয়েছে। ঘটনাটি জানাজানি হওয়া মাত্রই গোটা প্রশাসন মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। শুরু হয়েছে তদন্ত। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে। সূত্রের খবর, বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মধ্যপ্রদেশের রতলমে অনুষ্ঠিত ‘এমপি রাইজ ২০২৫’ কনক্লেভে যোগ দেওয়ার জন্যে ১৯ টি গাড়ির কনভয় নিয়ে রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব।গন্তব্যে যাওয়ার পথে স্থানীয় এক পেট্রোল পাম্প থেকে সবগুলি গাড়িতে ডিজেল ভরা হয়। কিন্তু ডিজেল ভরার কিছুদূর যাওয়ার পরই হঠাৎ করেই সমস্ত গাড়ি চলাচল বন্ধ করে দেয়। ১৯ টি গাড়িতেই যান্ত্রিক গোলযোগ দেখা যায়। ইঞ্জিন চালু করতে সমস্যা হয়। কিছু গাড়ি মাঝরাস্তাতেই বন্ধ হয়ে যায়। মুখ্যমন্ত্রীর কনভয়ের যানবাহনে ত্রুটির খবর পাওয়া মাত্রই প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন।

যদিও প্রথমে ঠিক কী হয়েছিল, তা বোঝা না গেলেও পরে ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে দেখেন যে, ১৯ টি গাড়িরই ফুয়েল ট্যাঙ্কে ডিজেলের পরিবর্তে জল ভরা হয়েছে। এরপরেই চালকরা পেট্রোল পাম্পে এই বিষয়ে অভিযোগ করেন। সমস্ত যানবাহন থেকে জল বের করে দেওয়া হয়। এবং এতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পাশাপাশি আরও কিছু ট্রাক চালকও একই অভিযোগ নিয়ে পেট্রোল পাম্পে পৌঁছন। আসলে, শুক্রবার রতলমে একটি আঞ্চলিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেখানেই মুখ্যমন্ত্রী মোহন যাদব অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য ইন্দোর থেকে প্রায় ১৯টি ইনোভা গাড়ি ডাকা হয়েছিল। বৃহস্পতিবার রাতে ওই পেট্রোল পাম্প থেকে এই গাড়িগুলিতে ডিজেল ভরে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিল মুখ্যমন্ত্রীর কনভয়। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই একের পর এক গাড়ি থামিয়ে দেওয়া হয়। ডিজেলের বদলে জল ভরার খবর পাওয়া মাত্রই প্রশাসন পেট্রোল পাম্পটি সিল করে দেয়। এরপর ইন্দোর থেকে অন্যান্য গাড়ির ব্যবস্থা করা হয়। আসলে পেট্রোল-ডিজেলের বদলে জল ভরে লুঠপাট চালানো হচ্ছিল।

ঘটনাটি ঘটে, গতকাল রাত ১০টার দিকে। ঘটনার খবর পেয়ে ভারত পেট্রোলিয়ামের আঞ্চলিক কর্মকর্তাও ধোসি গ্রামে অবস্থিত ওই পেট্রোল পাম্পে পৌঁছন ।নায়েব তহসিলদার আশীষ উপাধ্যায়, খাদ্য ও সরবরাহ কর্মকর্তা আনন্দ গোর এবং অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। যানবাহনের ডিজেল ট্যাঙ্ক খোলা হয়। দেখা যায় যে, গাড়িতে ২০ লিটার ডিজেলের মধ্যে ১০ লিটার জল রয়েছে। সমস্ত যানবাহনেই এই পরিস্থিতি দেখা গিয়েছে। এই সময়, একটি ট্রাকে প্রায় ২০০ লিটার ডিজেল ভর্তি ছিল, যা কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যায়। এরপর কর্মকর্তারা ভারত পেট্রোলিয়ামের আঞ্চলিক ব্যবস্থাপক শ্রীধরকে ফোন করেন। এবং পেট্রোল পাম্পের কর্মীরা জানান যে, বৃষ্টির কারণে ডিজেল ট্যাঙ্কে জল লিক হয়েছে। ফলে ডিজেলের সঙ্গে জল মিশে যায়। এখন পাম্পের মালিক ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এই ঘটনা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠেছে! ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং এর পিছনে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুগলে ৫৪ লক্ষের বেতনে যোগ দিলেন জলপাইগুড়ির শ্রেয়া, গল্প শুনলে চোখে জল আসবে

‘মহারাষ্ট্র থেকে মুম্বইকে যে আলাদা করবে, তাকে টুকরো করে ফেলব’, হুঙ্কার উদ্ধবের

‘INDIA’ জোটের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিল কেজরিওয়ালের আপ, বিজেপির সঙ্গী হচ্ছে?

SSC মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ

‘জন্মদিনে দারুণ উপহার পেলাম’, আবগারি দুর্নীতির অভিযোগে গ্রেফতার ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য

মোদির বঙ্গ সফরের দিনে নাড্ডার বাসভবনে দিলীপ ঘোষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ