27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:19 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলীয় কোন্দল রুখতে এবং শচিন পাইলটের অনুগামীদের রাজ্য মন্ত্রিসভায় জায়গা করে দিতে এবার মরুরাজ্য রাজস্থানে ‘এক ব্যক্তি, এক পদ নীতি’ কার্যকর করার সিদ্ধান্ত নিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। আর তার ফলেই মন্ত্রিত্ব খোয়াতে চলেছেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের অনুগামী হিসেবে পরিচিত একাধিক নেতা। সেই তালিকায় রয়েছেন রঘু শর্মা, হরিশ চৌধুরী ও গোবিন্দ দোতারেসার মতো হেভিওয়েট মন্ত্রীরা। যদিও ‘এক ব্যক্তি এক পদ’ নীতি নিয়ে মুখ খুলতে চাননি মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।
শচিন পাইলটের বিদ্রোহের পরেই রাজস্থান মন্ত্রিসভা থেকে তাঁর অনুগামীদের সরিয়ে দেওয়া হয়। বিদ্রোহে ইতি ঘটিয়ে ফের দলের আনুগত সৈনিক হিসেবে কাজ করে চললেও এখনও পর্যন্ত তাঁর অনুগামীদের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়নি। দলের শীর্ষ নেতৃত্ব বারবার বলা সত্বেও পাইলট গোষ্ঠীর নেতাদের নিজের মন্ত্রিসভায় ফেরাতে রাজি হননি মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। ফলে দীর্ঘদিন ধরেই মন্ত্রিসভার ৯টি পদ শূন্য পড়ে রয়েছে।
সামনেই যেহেতু পাঁচ রাজ্যের বিধানসভা ভোট, তাই তার আগে রাজস্থানে দলের অভ্যন্তরীণ কাজিয়ার জল অন্যদিকে না গড়ায় তার জন্য যথেষ্টই সতর্ক কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। বুধবারই রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকে তলব করেছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি। সেই তলব পেয়ে রাজধানীতে এসেই মরুরাজ্যের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অজয় মাকেন, দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেনুগোপাল ও প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে বৈঠক করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দেখা করেছেন দলের সভানেত্রীর সঙ্গে। সূত্রের খবর, ওই বৈঠকেই মরুরাজ্যে সব গোষ্ঠীর নেতাদের সন্তুষ্ট করতে ‘এক পদ, এক নীতি’ কার্যকর করার কথা জানিয়ে দেওয়া হয়েছে গহলৌতকে। ওই নীতি কার্যকর হলে অন্তত এক ডজন মন্ত্রীপদ শূন্য হবে।
সোনিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী জানান, ‘রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার কংগ্রেস শীর্ষ নেতৃত্বের উপরেই ছাড়া হয়েছে। শীর্ষ নেতৃত্বই মন্ত্রিসভার সম্প্রসারণ কবে হবে, কারা ঠাঁই পাবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’