এই মুহূর্তে

হাতের মেহেন্দি এখনও ওঠেনি, স্ত্রীকে গুলি করে আত্মঘাতী গুজরাতের আমলা

নিজস্ব প্রতিনিধি: পারিবারিক বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি! স্ত্রীকে গুলি চালিয়ে আত্মঘাতী গুজরাতের মেরিটাইম বোর্ডের অফিসার। ঠিক কী হয়েছিল? কর্মকর্তাও নিজেকে গুলি চালিয়ে নিজেদের ফ্ল্যাটে আত্মহত্যা করেছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে, বুধবার (২১ জানুয়ারি) আমেদাবাদে। পুলিশের জানিয়েছে, দম্পতি মাত্র দুই মাস আগে এই দম্পতির বিয়ে করেছিলেন। অর্থাৎ হাতের মেহেন্দিও এখনও ওঠেনি আমলার স্ত্রীর, তাঁর আগেই সব শেষ। কিন্তু মাত্র দুই মাসে কী হল তাঁদের? ওই ব্যক্তি গুজরাট মেরিটাইম বোর্ডের ক্লাস-১ অফিসার ছিলেন, যাঁর নাম যশরাজসিং গোহিল। আর তাঁর স্ত্রীর নাম রাজেশ্বরী গোহিল। পুলিশ সূত্রের খবর, বুধবার রাতে দম্পতির মধ্যে তুমুল ঝগড়া হয়, তখন দুজনে বাড়িতেই ছিলেন। আর ঝগড়া চলাকালীনই রেগেমেগে নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলবার দিয়ে স্ত্রী রাজেশ্বরীর বুকে গুলি চালিয়ে দেন যশরাজ সিংহ।

এমনকী স্ত্রীকে গুলি চালানোর পর, যশরাজ ১০৮ জরুরি পরিষেবায় ফোন করেন। এরপর চিকিৎসকে রা ছুটে এলে তাঁরা রাজেশ্বরীকে মৃত ঘোষণা করেন। এরপর জরুরি দলটি ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার পর, যশরাজসিংহ অন্য ঘরে গিয়ে একই আগ্নেয়াস্ত্র দিয়ে নিজেকে গুলি করে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। যশরাজ ছিলেন গুজরাত কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শক্তি সিংহ গোহিলের ভাগ্নে। এই ঘটনায় কংগ্রেস মুখপাত্র মনীশ দোশি শোক প্রকাশ করেছেন।

বলেছেন, ‘পুরো পরিবার শোকের মধ্যে রয়েছে। শক্তি সিংহ গোহিলজির পরিবারের মধ্যেও শোক বিরাজ করছে। এটি পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতি। আমি যশরাজকে ব্যক্তিগতভাবে চিনতাম, এবং তিনি খুব সুখী মানুষ ছিলেন। সম্প্রতি তিনি মেরিটাইম বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অফিসার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি ইউপিএসসি পরীক্ষার জন্যেও প্রস্তুতি নিচ্ছিলেন। দম্পতি খুব সুখে জীবনযাপন করছিলেন। তাঁদের ছুটি কাটাতে বিদেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তবে যশরাজের তাঁর রিভলবার নিয়ে খেলার অভ্যাস ছিল। ঝামেলার সময় তিনি ভুল করে গুলি চালিয়েছিলেন, এবং গুলিটি তাঁর স্ত্রী বুকে লাগে। তিনি তৎক্ষণাৎ ১০৮ নম্বরে ফোন করেন। ১০৮ নম্বরের দলের বাড়িতে আসার আগেই তাঁর স্ত্রী মারা যান। কর্মকর্তারা যশরাজকে জানান যে তাঁর স্ত্রী আর নেই। তিনি এতটাই হতবাক হয়ে গিয়েছিলেন যে, দুঃখ সহ্য করতে না পেয়ে নিজেকেই গুলি চালিয়ে আত্মহত্যা করেন।’

দুটি মৃতদেহই এখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং ১০৮ নম্বর কল রেকর্ডের মতো বিশদ বিবরণ যাচাই করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ওড়িশার ঢেঙ্কানলে খ্রিস্টান যাজককে জুতোর মালা পরিয়ে, গোবর জল খাওয়াল বজরং দলের কর্মীরা

১৯৮৪ সালের শিখ–বিরোধী দাঙ্গা মামলা: সজ্জন কুমারকে বেকসুর খালাস করল দিল্লি আদালত

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের ভাবনা অন্ধ্র সরকারের

থালাপতি বিজয়ের দলের জন্য নির্বাচনী প্রতীক বরাদ্দ করল নির্বাচন কমিশন, কোন চিহ্ন পেল টিভিকে?

২০০ ফুট গভীর খাদে পড়ে গেল সেনাবাহিনীর গাড়ি, মৃত ১০ জওয়ান

‘বহু কালনেমি সনাতন ধর্মকে দুর্বল করছে’, ছদ্মবেশী ধর্মগুরুদের মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ