এই মুহূর্তে




একেই বলে কর্মফল! ৫০০ টাকা ঘুষ নেওয়ায় পুলিশ কর্মীর ৫ বছরের জেল




নিজস্ব প্রতিনিধি: একেই বলে কর্মফল! ৫০০ টাকা ঘুষ নিয়েও শাস্তি পেতে হল এক পুলিশকর্মীর। জেল হল ৫ বছরের। এও সম্ভব! ঘুষ আর পুলিশ শব্দটি ওতোপ্রতোভাবে জড়িত। লাখ লাখ টাকার ঘুষ খেয়ে রাতারাতি আইনী মারপ্যাচে জড়িয়েছেন, এমন বহু পুলিশ অফিসারের কথিত অপরাধ সংবাদের শিরোনাম হয়েছে। কিন্তু তা বলে মাত্র ৫০০ টাকা ঘুষ খেয়েই সাজা খাটতে হবে, এমনটা শুনেছেন কখনও? যদিও ১ টাকা হোক বা ১ কোটি ঘুষ খাওয়া মানেই অপরাধ। তাই হয়তো আইনী নজর থেকে বাঁচতে পারলেন না গুজরাতের মরবি থানার এক পুলিশকর্মী। তবে এই চমকপ্রদ ঘটনাটি ১০ বছর আগের ঘটনা। ২০১৪ সালে ঘুষ মামলায় অভিযুক্ত হয়েছিলেন ওই পুলিশকর্মী, ১০ বছর মামলা চলার পর অবশেষে মামলায় হার হল পুলিশকর্মীর এবং ৫ বছরের সশ্রম কারাদণ্ড হল তাঁর, সঙ্গে জরিমানাও দিতে হবে অভিযুক্ত পুলিশকর্মীকে। জানা গিয়েছে, মরবি জেলার মালিয়া থানার একজন কনস্টেবল ছিলেন ওই পুলিশকর্মী।

পাসপোর্ট যাচাইয়ের জন্য ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে এসিবি-র হাতে ধরা পড়েছিলেন তিনি। এই মামলায় সম্প্রতি গুজরাতের একটি স্থানীয় আদালত অভিযুক্ত পুলিশকর্মীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। অভিযুক্ত পুলিশকর্মী পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এক ব্যক্তির কাছ থেকে ৫০০ টাকা চেয়েছিলেন বলে অভিযোগ। তথ্য আরও বলছে, ২০১৪ সালে, অভিযোগকারী পূজা জানিয়েছেন, ২০১৪ সালে তিনি তাঁর স্বামীর সঙ্গে দেখা করতে নাইরোবি গিয়েছিলেন। যার জন্য তাঁকে আগেই পাসপোর্ট করতে হয়। এই কাগজ প্রক্রিয়া চলাকালীন পুলিশ যখন ভেরিফিকেশন করেছিলেন, তখন পূজাকে ২০১৪ সালের ১৭ মার্চ মালিয়া থানা থেকে ফোন করা হয়। পূজা থানায় পৌঁছলে কনস্টেবল অমরতভাই তাঁর স্বাক্ষর নেয় এবং পরে ৫০০ টাকা দিতে বলে।

পূজা তখন জানান, তিনি ইতিমধ্যেই সমস্ত প্রক্রিয়া এবং ফি পরিশোধ করে ফেলেছেন, সুতরাং তিনি এখন কেন টাকা দেবেন? এরপর দ্বিতীয় দিনে পুলিশ সদস্য অমরত মাকওয়ানা ফোন করে আবারও পূজাকে বলেন, পাসপোর্ট চাইলে ৫০০ টাকা দিতে হবে, না হলে পাসপোর্ট করা হবে না। কিন্তু ঘুষের টাকা দিতে চাননি পূজা। তাই পূজা তখন দুর্নীতি দমন ব্যুরোতে অভিযোগ করেন এবং এসিবি দল ফাঁদ ফেলে ঘুষ গ্রহণকারী পুলিশ অফিসারকে গ্রেফতার করে। বিশেষ জজ (এসিবি) ও প্রধান দায়রা জজ আদালতে মামলাটি চলমান। এ সময় সরকারি আইনজীবী বিজয় জনিন ৭টি মৌখিক ও ৩৫টি দালিলিক সাক্ষ্য আদালতে উপস্থাপন করেন। বিষয়টি মাথায় রেখে মালিয়া থানার কনস্টেবল অমরত মাকওয়ানাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। সম্প্রতি আদালত অভিযুক্ত অমরত মাকওয়ানাকে দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাঁকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তরপ্রদেশের মেডিক্যাল কলেজে সন্দেহজনক অবস্থায় মিলল ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ

Chennai Air Show Tragedy: বায়ু সেনার প্রদর্শনী দেখতে গিয়ে শ্বাসরোধ হয়ে ৩ জনের মৃত্যু , অসুস্থ ২০০- র বেশি

সর্বনাশ! শবরীমালার প্রসাদে মিলল উচ্চ মাত্রার পোকামাকড় মারার বিষ

গাজায় ইজরায়েলের হত্যালিলার প্রতিবাদে ওয়াশিংটনের রাস্তায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ফিলিস্তিনি যুবকের

বিজেপির হয়ে প্রচারে রাজি কেজরিওয়াল, তবে শর্ত দিলেন মোদিকে

একই বৃন্তে দুইটি কুসুম, বৃষ্টি থেকে বাঁচাতে নামাজ পড়া মুসলিমের মাথায় ছাতা ধরল হিন্দু পুলিশ কর্মী

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর