এই মুহূর্তে




মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, প্রবল বন্যায় নিহত অন্তত ৫, নিখোঁজ বহু




নিজস্ব প্রতিনিধি, সিমলা: মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। হিমাচলের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের ফলে কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার কাংড়া জেলায় আরও তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইন্দিরা প্রিয়দর্শিনী জলবিদ্যুৎ প্রকল্পে নিয়োজিত কমপক্ষে ১০ জন শ্রমিক মানুনি খাদে তীব্র স্রোতে ভেসে গিয়েছেন বলে জানিয়েছে আইএএনএস।

কাংড়া ছাড়াও কুল্লু জেলা হল হিমাচলের এই মুহূর্তে সর্বাপেক্ষা বেশি ক্ষতিগ্রস্ত জেলা। রিপোর্ট অনুসারে, আকস্মিক বন্যায় পাঁচজন নিখোঁজ রয়েছেন। ধর্মশালার কিছু অংশে আকস্মিক বন্যার পর রাজ্য ও কেন্দ্রীয় দলগুলির একটি বড় অভিযানে ২৫০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কাংড়ার পুলিশ সুপারিনটেনডেন্ট শালিনী অগ্নিহোত্রী বলেছেন, “আকস্মিক বন্যায় বেশ কয়েকজন ব্যক্তি ভেসে গিয়েছেন। যার ফলে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (SDRF) এবং স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে।”

তিনি জানিয়েছেন ২৫০ জনকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে দুটি মৃতদেহ। এনডিআরএফও স্থানীয় পুলিশের সাথে এই ঘটনাস্থলে যোগ দিয়েছে। পাঁচ জনের মৃতদেহ উদ্ধার হলেও চার জনের পরিচয় মিলেছহে। তিনজন এখনও নিখোঁজ। একজন জীবিত ব্যক্তিকে বন্যা থেকে উদ্ধার করা হয়েছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু রাজ্যের সমস্ত জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বাতিল হয়েছে সমস্ত ছুটি। ২৪ ঘণ্টা উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন কর্মকর্তাদের।

 

এদিকে, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) উদ্ধারকারীদের তল্লাশি অভিযান জোরদার করেছে। নিখোঁজ ব্যক্তিদের যে কোনও মূল্যে খুঁজে  বের করতে তারা বদ্ধপরিকর। বুধবার মানুনি খাদে তীব্র স্রোতে ইন্দিরা প্রিয়দর্শিনী জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত কমপক্ষে ১০ জন কর্মী ভেসে গিয়েছেন। বুধবার দুপুর ১:৪১ নাগাদ কুল্লুতে মাজন নালায় জিওয়া ট্রেঞ্চ ওয়েয়ারের কাছে মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানের খবর পাওয়া যায়।

মৌসম ভবন ২৫ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে হিমাচল প্রদেশ ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ২৯ জুন রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উনা, বিলাসপুর, সোলাং, সিমলা, সিরমৌর, কাংড়া, চাম্বা, কুল্লু এবং মান্ডি সহ জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সম্ভাব্য আকস্মিক বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।

মৌসম ভবন আরও জানিয়েছে যে ২৬ এবং ২৭ জুন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ২৮ জুন কিছুটা উন্নতি হবে। তারপর ২৯ এবং ৩০ জুন তীব্র বৃষ্টিপাত হবে। স্থানীয় এবং পর্যটকদের এই সময়ের মধ্যে নদীর তীরবর্তী অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লজ্জিত লখনউ! স্কুল ভ্যানে ধর্ষিত ৪ বছরের শিশু

ফের বিজেপি শাসিত ওড়িশায় কিশোরীকে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা

লুটপাট ও ভাঙচুর, সলমান খানের প্রাক্তন প্রেমিকার পুণের ফার্মহাউসে চোরেদের তাণ্ডব, তদন্তে পুলিশ

বন্ধুর সঙ্গে গতির লড়াইয়ে পাল্লা দিতে গিয়ে ২ জনকে পিষে দিল পুলিশ কর্তার ছেলে

অনলাইন বেটিং অ্যাপ মামলায় বিপাকে গুগল ও মেটা, নোটিশ পাঠাল ইডি

ভারত-পাকিস্তান যুদ্ধে ধ্বংস ৫ যুদ্ধবিমান! ট্রাম্পের দাবিতে শোরগোল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ