এই মুহূর্তে




পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, বন্ধ হল জ্যোতি মালহোত্রার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট




নিজস্ব প্রতিনিধি, হরিয়ানা: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ভ্রমণ ব্লগার এবং ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তাঁকে দেশবিরোধী কার্যকলাপ এবং আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে শনিবার গ্রেফতার করা হয়েছে। জ্যোতি ‘ট্র্যাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান। পাকিস্তান ভ্রমণকালে তিনি আইএসআই-এর এজেন্টদের সংস্পর্শে এসেছিলেন।

ইতিমধ্যেই তাঁর ট্র্যাভেল ব্লগ চ্যানেল ট্র্যাভেল উইথ জো নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেটা বন্ধ করে দিয়েছে। ৩,৭৭,০০০ এরও বেশি ফলোয়ার্স ছিল জ্যোতির। অথচ তার বিরুদ্ধেই পাকিস্তানি গোয়েন্দাদের কাছে ভারতের সংবেদনশীল তথ্য প্রেরণের অভিযোগ উঠেছে।

পুলিশ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, পাকিস্তানের গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে জ্যোতি মালহোত্রার পরিচয় হয় যখন তিনি পাকিস্তানে যাওয়ার জন্য ভিসা করতে গিয়েছিলেন। দিল্লিতে সেই জন্যই তিনি গিয়ে পাকিস্তানি হাইকমিশনে দেখা করেন। সেখানেই এহসান-উর-রহিম ওরফে দানিশের পরিচয় হয় জ্যোতির। দানিশ নিজেও একজন পাকিস্তানি গোয়েন্দা এজেন্ট যে হাইকমিশনে কর্মরত ছিল।

আধিকারিকরা জানিয়েছেন জ্যোতি এবং দানিশের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হয়ে ওঠে। ২০২৩ এবং ২০২৪ সালে মালহোত্রাকে একাধিকবার পাকিস্তান যাওয়ার, সেখানে থাকার ব্যবস্থা করে দেয় দানিশ।

২০২৫ সালের জানুয়ারিতে পহেলগাঁও গিয়েছিল জ্যোতি। ভারতীয় গোয়েন্দা সংস্থা তার কয়েক মাস পড়ে হওয়া পহেলগাঁও সন্ত্রাসী হামলার সঙ্গে  জ্যোতির কোনও সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে।

এই ঘটনা তীব্র রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি এও বলেছেন যে অভিযোগ সত্য প্রমাণিত হলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একদিনেই ৫ ড্রিমলাইনার বিমান উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার, আতঙ্কিত যাত্রীরা

খামেনির দশা হবে সাদ্দাম হুসেনের থেকেও খারাপ, হুঙ্কার ইজরায়েলের

মুক্তিযুদ্ধে একাই খতম করেছিলেন ৬ রাজাকারকে, না ফেরার দেশে বীরাঙ্গনা সখিনা

বেটিং অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইডির, নজরে হরভজন, যুবরাজ, রায়নারা

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের! খেলতেন লিডস মডার্নিয়ান্স ক্লাবে

ফের বিমানে বোমাতঙ্ক, নাগপুরে জরুরি অবতরণ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ