এই মুহূর্তে




জামিন পেলেন সোনা পাচারে ধৃত কন্নড় অভিনেত্রী রান্যা রাও , তবে থাকতে হবে জেলেই




নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: অবশেষে জামিন পেলেন সোনা পাচারের অভিযোগে ধৃত কন্নড় অভিনেত্রী রান্যা রাও। আজ মঙ্গলবার (২০ মে) বেঙ্গালুরুর বিশেষ আদালতের বিচারক বিশ্বনাথ সি গৌভেদার ২ লক্ষ টাকার সিওরিটি বন্ডের বিনিময়ে অভিনেত্রী রান্যা ও তাঁর সহযোগী তরুণ কোন্ডারু রাজুর জামিন মঞ্জুর করেছেন। তবে দুজনেই এই মুহুর্তে দেশ ছাড়তে পারবেন না বলে কঠিন শর্তও আরোপ করেছেন। সেই সঙ্গে স্থানীয় থানাতেও দুজনকে নিয়মিত হাজিরা দিতে হবে। যদিও জামিন পেলেও এই মুহুর্তেই জেলমুক্তি ঘটছে না কন্নড় অভিনেত্রী ও তার সহযোগীর। কেননা অর্থ পাচার মামলায় জামিন পেলেনি তাদের।

গত ৩ মার্চ দুবাই থেকে ফেরার পথে ১৪ কেজি ৮০০ গ্রাম সোনা-সহ দক্ষিণী অভিনেত্রী রান্যা রাওকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে গ্রেফতার করে শুল্ক রাজস্ব দফতরের গোয়েন্দারা। বাজেয়াপ্ত হওয়া সোনার বাজারদর প্রায় ১২ কোটি টাকা। শরীরে থাকা বিশেষভাবে তৈরি কোমর বন্ধনী থেকেই ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। পরে রান্যার বাড়িতে তল্লাশি চালিয়ে ২.০৬ কোটি টাকার গয়না ও নগদ ২.৬৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেন ডিআরআই গোয়েন্দারা। আদালতে শুল্ক রাজস্ব গোয়েন্দারা অভিযোগ করেন, গত কয়েক বছরে ২৭ বার দুবাই যাতায়াত করেছেন অভিনেত্রী। প্রতিবারই বিপুল পরিমাণ সোনা নিয়ে এসেছেন। দুবাই ট্রিপের জন্য প্রতি বার ১২ থেকে ১৪ লক্ষ টাকা পেতেন রান্যা। বাবা কর্নাটক পুলিশের ডিজি পদমর্যাদার আধিকারিক হওয়ায় অতি সহজেই বিমানবন্দরের তল্লাশি এড়াতে পেরেছিলেন তিনি। যদিও সোনা পাচারে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে শুল্ক রাজস্ব গোয়েন্দাদের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও গালিগালাজ দেওয়ার পাল্টা অভিযোগ এনেছিলেন রান্যা।

এদিন বেঙ্গালুরুর বিশেষ আদালতে জামিনের আর্জি জানান কন্নড় অভিনেত্রীর আইনজীবী। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দারা নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট পেশ করতে না পারায় জামিন মঞ্জুর করেন বিচারক বিশ্বনাথ সি গৌভেদার।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইলন মাস্কের এক্স হ্যান্ডেলে ব্যাহত পরিষেবা, খুলতেই কী দেখছেন ইউজাররা?

বিয়ে করলেন ‘তারক মেহতা….’-র ববিতাজি, ব্রাইডাল লুকে ভাইরাল হল মুনমুনের ছবি

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, বাবার সঙ্গ ছাড়ে মেয়ে, তবে কী একাকীত্ব গ্রাস করেছিল মুকুলকে?

আবার হাসুন প্রাণ খুলে, ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’

লক্ষ্য স্বচ্ছ ভোটার তালিকা, সব রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার

‘তুমি আমার প্রিয় সহ-অভিনেতা ছিলে’, মুকুল দেবের অকাল প্রয়াণে শোকস্তব্ধ জিৎ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ