এই মুহূর্তে




কানপুরে ট্রেন লাইনচ্যুত করার ফের ষড়যন্ত্র, রেলপথে গ্যাস ভর্তি সিলিন্ডার




নিজস্ব প্রতিনিধি: ঘটনার এক সপ্তাহ পেরোতে না পেরোতে ফের কানপুরে ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল। ফের ট্রেন লাইনে গ্যাস ভর্তি সিলিন্ডার রেখে পালাল দুষ্কৃতীরা। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা না গেলেও তাঁরাও যে ট্রেনের বিস্ফোরক ঘটানোর চেষ্টা করেছিল তা প্রমাণিত। তবে দ্রুত চালকের ব্রেক কষে দেওয়াতে স্বল্পের জন্যে দুর্ঘটনা এড়ানো গিয়েছে। সপ্তাহ খানেক আগে কানপুরে ট্রেন উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। তাঁরা ট্রেন লাইনে গ্যাস ভর্তি সিলিন্ডার, পেট্রোলের বোতল, বারুদ রেখে ট্রেন দুর্ঘটনার পরিকল্পনা করেছিল। কিন্তু টের পাওয়া মাত্রই সেদিন ট্রেনের চালক সজোরে ব্রেক কষে দেওয়ায় সজোরে রক্ষা পাওয়া গিয়েছে। সেই ঘটনার দিন কয়েক বাদে আবারও কানপুরে একইভাবে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র এঁটেছিল দুষ্কৃতীরা। এবার ঘটনাটি ঘটেছে, কানপুরের দেহাত জেলায়। যেখানে গতকাল রেলওয়ে ট্র্যাকে একটি ছোট গ্যাস সিলিন্ডার পাওয়া গিয়েছে, যার সঙ্গে ট্রেনের সংঘর্ষ হলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো।

সম্প্রতি, কানপুরে কালিন্দী এক্সপ্রেস উল্টে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। রেলপথে এলপিজি সিলিন্ডার রাখা হয়েছিল। এছাড়াও রেললাইনের কাছ থেকে পেট্রোল ও গানপাউডার উদ্ধার করা হয়েছিল। তথ্য অনুযায়ী, গতকাল শনিবার রাতে উত্তর সেন্ট্রাল রেলওয়ের প্রয়াগরাজ ডিভিশনের পেরাম্বুর রেলওয়ে স্টেশনের কাছে রেলপথে এলপিজির একটি ছোট সিলিন্ডার পাওয়া গেছে। পণ্যবাহী ট্রেনটি এখান দিয়ে যাওয়ার সময় চালক টের পাওয়া মাত্রই পণ্যবাহী ট্রেনটি থামিয়ে দেয়, যার কারণে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রেলওয়ে ট্র্যাকে যে জায়গায় গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে সেটি কানপুর দেহাত জেলায়। এ ঘটনায় রেলওয়ে পুলিশ জানিয়েছে, পাঁচ কেজি ধারণক্ষমতার এলজিপির একটি খালি সিলিন্ডার রেলপথে রাখা হয়েছে। তবে ট্রেনের গতি খুবই কম ছিল তাই দুর্ঘটনা ঘটেনি। লোকো পাইলট সিলিন্ডারটি দেখতে পেয়ে জরুরি ব্রেক লাগান এবং তারপর কর্তৃপক্ষকে অবহিত করেন। আরপিএফ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। এছাড়া স্থানীয় পুলিশকেও এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কানপুরে কালিন্দী এক্সপ্রেস ট্রেনে প্রথম বিস্ফোরণের ষড়যন্ত্রের কথা জানা গিয়েছিল। প্রয়াগরাজ থেকে ভিওয়ানিগামী কালিন্দী এক্সপ্রেস রেলওয়ে ট্র্যাকে রাখা এলপিজি গ্যাস ভর্তি সিলিন্ডারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর পর বিকট শব্দও হয়এ সিলিন্ডারটি ফেটে যায়। শুধু তাই নয়, ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি বোতল, বারুদসহ ম্যাচের লাঠিও পাওয়া গিয়েছিল।

এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে NIA-কে। এ ছাড়া ইউপি এটিএস, পুলিশ ও জিআরপিও তদন্ত করছে। এই ঘটনার পরপরই, ১০ সেপ্টেম্বর রাজস্থানের আজমিরে পণ্য ট্রেনটি উল্টে দেওয়ার ষড়যন্ত্র প্রকাশ্যে আসে। আজমেরের সারধানায় রেলপথে প্রায় ৭০ কেজি ওজনের সিমেন্টের দুটি ব্লক রেখে পণ্য ট্রেনটিকে লাইনচ্যুত করার চেষ্টা করা হয়েছিল। সৌভাগ্যবশত ট্রেনটি সিমেন্টের ব্লক ভেঙ্গে সামনে চলে যায় এবং বড় কোন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ব্যাপারে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়াও কানপুর ও আজমিরের পর মহারাষ্ট্রের সোলাপুরেও সিমেন্টের পাথর বসানো হয়েছিল পণ্যবাহী ট্রেনটিকে উল্টে দেওয়ার জন্য। সোলাপুরের কুর্দুওয়াড়ি স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে রেলপথে একটি বড় সিমেন্টের পাথর পাওয়া গেছে। লোকো পাইলটের সতর্কতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।এর আগে, ১৭ আগস্ট রাতে, কানপুর-ঝাঁসি রুটের সবরমতি এক্সপ্রেসের (১৯১৬৮) ২২ টি বগি ইঞ্জিন সহ লাইনচ্যুত হয়েছিল। বারাণসী থেকে আহমেদাবাদ যাচ্ছিল ট্রেনটি। দুর্ঘটনার শিকার ট্রেনের চালক জানিয়েছিলেন, বোল্ডারটি ইঞ্জিনে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে। কারণ বোল্ডারটি ইঞ্জিনে আঘাত করার সঙ্গে সঙ্গে ইঞ্জিনের গবাদি পশুর গার্ডটি খারাপভাবে বেঁকে যায়। এই দুর্ঘটনারও তদন্ত করা হচ্ছে। মাঝে মধ্যেই ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, ট্রেন দুর্ঘটনা, ইতিমধ্যেই চিন্তায় ফেলে দিয়েছে সরকারকে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার লড়াইয়ের ফল, বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল মোদি সরকার

বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করতে রাজ্যকে চিঠি কেন্দ্রের

ভালো টাকার লোভে সৌদিতে পাড়ি, ধু ধু মরুভূমিতে চড়াতে হচ্ছে উট

সেনার উর্দিতে মদ পাচার করতে গিয়ে বমাল সমেত গ্রেফতার জালিয়াত

মণিপুরে থানায় চলল হামলা, লুঠ বন্দুক-অস্ত্র

২০০ বছরের রীতি মেনে নবরাত্রিতে শাড়ি পরে গরবা নাচলেন পুরুষেরা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর