এই মুহূর্তে




‘সীতা-গীতা ঠিক থাকলে জানকী নামে সমস্যা কোথায়?’ সেন্সর বোর্ডকে তুলোধনা কেরল হাইকোর্টের




নিজস্ব প্রতিনিধি: ‘রাম-লক্ষণ-সীতা-গীতা’ যদি ছবির নাম হতে পারে, তাহলে জানকী কেন হতে পারে না? এই বলেই সেন্সর বোর্ডকে ভর্ৎসনা করল কেরল হাইকোর্ট। বর্তমানে পৌরাণিক গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র বানানোর চল রয়েছে, পাশাপাশি চলচ্চিত্রের কাস্টদের ভগবানের নামে নামাঙ্কিত করারও চল রয়েছে। কিন্তু এতে নানাভাবে বিতর্কের সৃষ্টি হয়েছে, পাশাপাশি হিন্দু দেব-দেবীদের অবমাননারও অভিযোগ উঠেছে। তাই বর্তমানে সেন্সর বোর্ডও খুব ভেবেচিন্তে শংসাপত্র দিচ্ছে ছবিগুলিকে। যাতে পরবর্তীতে দেশজুড়ে কোনও বিক্ষোভ না তৈরি হতে পারে। এই মূহুর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মালয়ালম ছবি ‘জেএসকে– জানকী ভার্সেস স্টেট অফ কেরল’। ছবিতে জানকী নাম ব্যবহার করার জন্যে শংসাপত্র দেয়নি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)। আর তাতেই আপত্তি জানিয়েছেন কেরল হাইকোর্ট।

আসলে ভগবান রামের স্ত্রী সীতার ভাল নাম জানকী। আর ভগবানের নাম কেন এই ছবিতে ব্যবহৃত হয়েছে, সেই কারণেই ছবিটিকে সার্টিফায়েড করতে রাজি হয়নি CBFC। উল্টে সিবিএফসি ‘জানকী’ নাম ব্যবহারের ‘কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চলচ্চিত্র নির্মাতাদের। এবং ছবির শিরোনাম এবং সংলাপ থেকে ‘জানকী’ নামটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। এরপরেই কেরল হাই কোর্টে দ্বারস্থ হন ছবিটির প্রযোজনা সংস্থা ‘কসমস এন্টারটেইনমেন্ট’। ছবিটিতে অভিনয় করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুরেশ গোপী, অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। আর এই মামলার শুনানি ছিল গতকাল শুক্রবার (২৭ জুন)। সেখানেই বিচার পতি ‘জেএসকে– জানকী ভার্সেস স্টেট অফ কেরল’-এ ‘জানকী’ নাম ব্যবহারের বিষয়ে সেন্সর বোর্ডের আপত্তি নিয়ে প্রশ্ন তুলেছে! শুনানিতে বিচারপতি এন নাগরেশ সিবিএফসির প্রতিনিধিত্বকারী ডেপুটি সলিসিটর জেনারেল (ডিএসজিআই) কে জিজ্ঞাসা করেছেন যে, ভারতীয় সিনেমায় কোনও বিতর্ক ছাড়াই পৌরাণিক নাম ব্যবহার করার ইতিহাস রয়েছে। আমাদের ‘সীতা অর গীতা’ নামে একটি ছবি আছে। সীতার নাম ‘জানকী’। এই ছবি নিয়ে কিছুই হয়নি, কোনও সমস্যা হয়নি। কারও কোনও অভিযোগ নেই। আমাদের ‘রাম লক্ষ্মণ’ নামে একটি ছবি আছে। এ নিয়েও কারও কোনও অভিযোগ নেই। তাহলে ‘জেএসকে– জানকী ভার্সেস স্টেট অফ কেরল’- ছবিটি নিয়ে কীভাবে অভিযোগ থাকতে পারে?’

এরপর সিবিএফসি যুক্তি দেয় যে, দেবী সীতার সঙ্গে সম্পর্কিত ‘জানকী’ নামটি এমন একটি ছবিতে ব্যবহার করা হলে ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফ আইনের ধারা ৫বি (২) এর অধীনে নির্দেশিকা ২ (xi) লঙ্ঘন করতে পারে, যা জাতিগত, ধর্মীয় বা অন্যান্য গোষ্ঠী আপত্তি জানাতে পারে। তাই ছবির নাম বদলাতে বলা হয়েছে।’ যৌন সহিংসতা এবং প্রাপ্তবয়স্কদের বিষয়বস্তু সম্বলিত এই ছবিটি ২৭ জুন মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সিবিএফসি থেকে সার্টিফিকেশন পেতে বিলম্বের কারণে ছবির মুক্তি স্থগিত করা হয়েছে। 

অন্যদিকে প্রযোজনা সংস্থা ‘কসমস এন্টারটেইনমেন্ট’-এর আইনজীবী যুক্তি দিয়েছেন যে, ‘সিনেমাটোগ্রাফ (সার্টিফিকেশন) নিয়ম, ১৯৮৩ অনুসারে, রিভাইজিং কমিটি কারণ দর্শানোর নোটিশ জারি করতে পারে না। তাদের ভূমিকা চলচ্চিত্রে কাটছাঁটের পরামর্শ দেওয়া এবং সার্টিফিকেশন দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ।’ এদিকে প্রযোজনা সংস্থা আরও জানিয়েছে যে, তারা ১২ জুন ছবিটি সার্টিফিকেশনের জন্য CBFC র কাছে পাঠিয়েছিল, ১৮ জুন তাদের প্রদর্শন সম্পন্ন হয়েছে। ‘জেএসকে-জানকি ভার্সেস স্টেট অফ কেরল’ ছবির সার্টিফিকেশনে বিলম্ব এবং এর নামের উপর হঠাৎ আপত্তি, তাদের অনেক আর্থিক ক্ষতি করেছে। প্রসঙ্গত, মামলার শেষে বিচারক ৩০ জুন আদালতে কারণ দর্শানোর নোটিশ উপস্থাপনের নির্দেশ দিয়েছেন এবং চলচ্চিত্র নির্মাতাদের বলেছেন যে তারা নোটিশের জবাব দিতে পারেন। 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডাইনি অপবাদে পূর্ণিয়ায় একই পরিবারের ৫ জনকে জ্যান্ত পুড়িয়ে খুন

পরকীয়ায় বাধা! প্রেমিকের সঙ্গে মিলে প্রতিবন্ধী স্বামীকে গলা টিপে খুন করলেন তিন সন্তানের মা

চমক! প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টিতে যোগ দিলেন আলোচিত ইউটিউবার মনীশ কাশ্যপ

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

‘রাম নন, দশরথ এবার অরুণ গোভিল’, হতবাক পর্দার ‘সীতা’, রামায়ণের কাস্টিং নিয়ে বিতর্ক

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ