এই মুহূর্তে




মাঝ আকাশে লাইফ জ্যাকেট চুরির চেষ্টা, যাত্রীর কর্মকাণ্ডে হতবাক নেটদুনিয়া




নিজস্ব প্রতিনিধি: আহমেদাবাদ ভয়াবহ বিমান দুর্ঘটনার পর থেকেই বিমানে চাপতে অনেকেই ভয় পাচ্ছেন। কিন্তু উপায় নেই তাড়াহুড়ো পথ চলার একমাত্র উপায় বিমান। কিন্তু মাঝে মধ্যেই বিমানের ভিতরের নানা কাণ্ড-কারখানা ভাইরাল হয়। বিশেষ করে, বিমানের খাবারে বিষাক্ত পোকামাকড়কে খুঁজে পাওয়া বা লাগেজ নিয়েও নানা সমস্যা সোশ্যাল মিডিয়া ভাগ করে নেন যাত্রীরা। তবে এবার একটি অদ্ভূত কাণ্ড ঘটল ইন্ডিগো বিমানে। বিমানের মধ্যেই চোরের খোঁজ মিলল। হ্যাঁ, সম্প্রতি ইন্ডিগো বিমানের একটি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিমানের এক যাত্রী নিজের আসনের নিচ থেকে লাইফ জ্যাকেট বের করে সেটি ব্যাগে ঢোকানোর চেষ্টা করছেন। যেটি অত্যন্ত সন্তর্পণে ওই ব্যক্তির সহযাত্রী ক্যামেরাবন্দি করেছেন। যেখানে ব্যক্তিটিকে তাঁর ব্যাকপ্যাক খুলে লাইফ জ্যাকেটটি ঢোকাতে দেখা যাচ্ছে। তখনই এক বিমান কর্মী তাঁকে হাতেনাতে ধরে ফেলেন এবং জ্যাকেটটি ফেরত দিতে বলেন। যাত্রীর এই কাণ্ড দেখে অনেকেই বিস্মিত এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনরা ওই ব্যক্তির আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ লাইফ জ্যাকেটগুলি যাত্রীদের নিরাপত্তার জন্য তৈরি এবং বিমান সংস্থার সরঞ্জামের সঙ্গে কারচুপি করা হচ্ছে। এ প্রসঙ্গে ভিডিও রেকর্ড করা লোকটি জানিয়েছেন, অনেকক্ষন ধরে আপনাকে আমি নোটিশ করছিলাম। এটা কী করছেন আপনি? যাত্রীদের সুরক্ষার লাইফ জ্যাকেট চুরি করছেন আপনি। এটা ঠিক নয়। এটা যাত্রীদের নিরাপত্তার জন্য দেওয়া হয়।’ তবে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ইন্ডিগো সূত্রের খবর, ঘটনাটি নজরে আসার পরই ওই যাত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানের অভ্যন্তরে নিরাপত্তা সরঞ্জাম চুরি বা নষ্ট করার চেষ্টা একটি গুরুতর অপরাধ এবং এর জন্য আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।

 

তবে ভিডিওটি আমাদের ‘Ei Muhurte portal house’ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ঘটনার তারিখ এবং বিমানের বিবরণও জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায়, ভিডিওটি প্রতিক্রিয়ার ঝড় তুলেছে। অনেক ব্যবহারকারী চুরির ঘটনায় অবিশ্বাস প্রকাশ করেছেন। একজন বলেছেন, “আমাদের দেশ কেমন হয়ে উঠছে দিনদিন? এটা একটা হাস্যকর আচরণ। যদি এটা সহ্য করা হয় তাহলে বিমান ভ্রমণ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে. গুরুতর বিষয় হল, এই লোকদের নিষিদ্ধ করা উচিত, তাদের পাসপোর্ট জব্দ করা উচিত।” ব্যঙ্গাত্মকভাবে আরেকজন লিখেছেন, “মাঝ আকাশে লাইফ জ্যাকেট চুরি? সাহসী পদক্ষেপ, কারণ স্পষ্টতই, শুষ্ক ভূমির উপর দিয়ে উড়ে যাওয়ার সময় সমুদ্রে বেঁচে থাকাই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। ” এই ঘটনা আবারও বিমানের যাত্রী নিরাপত্তা এবং তাদের দায়িত্বশীল আচরণ নিয়ে প্রশ্ন তুলে দিল। বিমানের জরুরি সরঞ্জাম যেমন লাইফ জ্যাকেট, অক্সিজেন মাস্ক ইত্যাদি যাত্রীদের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলির কোনও অপব্যবহার বা চুরি বিমানে থাকা অন্যান্য যাত্রীদের জীবন বিপন্ন করতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

WCL 2025 বিতর্কের মধ্যেই পাকিস্তানি রেস্তোরাঁয় হরভজন, ভাইরাল ভিডিও

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র

হিন্দু নন, তিরুপতি মন্দির থেকে ছাঁটাই ৪ কর্মচারী, ধর্মীয় বিতর্কের মুখে TTD

একমুখী লেনে ঢুকতে বাধা! হোমগার্ডকে ৫ কিমি রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে গেল বেপরোয়া গাড়ি

বর্ষায় একমাসে ৮ মৃত্যু! দ্বারকেশ্বরের জলে উদ্ধার মহিলার মৃতদেহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ