এই মুহূর্তে




‘ট্রাম্পকে ভয় পান মোদি’, দ্বারভাঙার সভা থেকে প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের

নিজস্ব প্রতিনিধি, দ্বারভাঙা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বঘোষিত ৫৬ ইঞ্চির ছাতি নিয়ে ফের খোঁচা দিলেন রাহুল গান্ধি। বুধবার (২৯ অক্টোবর) দ্বারভাঙায় মহাজোটের প্রার্থীদের হয়ে এক প্রচার সভায় তিনি বলেন, ‘মুখে যতই বলুন না কেন ৫৬ ইঞ্চি ছাতি, আসলে অপারেশনের সিঁদুরের পরেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ভয় পেয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার বার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ‘তিনিই মোদিকে বলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বন্ধ করিয়েছেন। একাধিক দেশের মাটিতে দাঁড়িয়ে ট্রাম্প ওই কথা বলেছেন। কিন্তু তার কোনও প্রতিবাদ জানাননি ৫৬ ইঞ্চির ছাতির মালিক মোদিজি। একবারও বলার হিম্ম‍ৎ দেখাননি ট্রাম্প মিথ্যা বলছেন। আসলে কিছু বলার দম নেই মোদিজির।’ নিজের ঠাকুরমা ইন্দিরা গান্ধির বীরত্বের কথা তুলে ধরে রাহুল বলেন, ‘অথচ একাত্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখের উপরেই ইন্দিরাজি বলেছিলেন, ‘আমরা আপনাকে ভয় পাই না। মার্কিন রক্তচক্ষুকে উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন।’

দ্বারভাঙার সভায় দিল্লির যমুনা নদীর জলের দূষণ নিয়েও প্রধানমন্ত্রীকে বিঁধেছেন রাহুল। খানিকটা শ্লেষের সুরে তিনি বলেন, ‘একদিকে এক রাশ নোংরা নিয়ে বয়ে চলেছে যমুনা নদী, অন্যদিকে মোদিজির জন্য পাইপে পরিষ্কার জল ভরা হয়েছিল। সব নাটক চলছে। আসলে এ দেশে ধনীর জন্য পরিস্কার জল, আর গরিবের জন্য দূষিত জল। এটাই আসল ভারত।’

মুকেশ আম্বানির ছেলের বিয়েতে মোদির ছুটে যাওআ নিয়েও ব্যঙ্গ করেছেন রাহুল। তাঁর কথায়, ‘আম্বানিদের বিয়েতে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। নিমন্ত্রণ থাকলেও আমি যাইনি। আম্বানি আর আদানিদের স্বার্থ রক্ষাই প্রধানমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ। মোদিজি গলা ফুলিয়ে দাবি করছেন, তিনি সস্তায় ইন্টারনেট দিচ্ছেন। কিন্তু ফায়দা কার হচ্ছে? জিও-র মালিকের। জিও-র মালিক কে? মুকেশ আম্বানি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘লালকেল্লার বিস্ফোরণ সন্ত্রাসবাদীদেরই কাজ’, ৪৮ ঘন্টা বাদে স্বীকার করে নিল কেন্দ্র

হরিয়ানার ফরিদাবাদে মিলল আত্মঘাতী জঙ্গি উমরের লাল রংয়ের ইকোস্পোর্ট

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

লালকেল্লা বিস্ফোরণ: লাল রংয়ের ফোর্ড ইকো স্পোর্টের খোঁজে হন্যে গোয়েন্দারা

 লালকেল্লার বিস্ফোরণ থেকে শিক্ষা নিন, গাড়ি বেচা-কেনার আগে কি কি নিয়ম মানবেন?

দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে মোদি, জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ