এই মুহূর্তে




ক্যান্সার আক্রান্ত ঠাকুরমাকে জঞ্জালের স্তুপে ফেলে আসা গুণধর নাতিকে গ্রেফতার করল পুলিশ




নিজস্ব প্রতিনিধি: অবশেষে গ্রেফতার হলেন সেই নাতি, যিনি দিন কয়েক আগে ত্বকের ক্যান্সারে আক্রান্ত দিদিমাকে আবর্জনা স্তূপে ফেলে রেখে এসেছিলেন। বৃহস্পতিবার (২৬ জুন) সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। ব্যক্তির নাম সাগর শেভালে, বয়স ৩৩ বছর। যিনি কান্দিভালির হনুমান নগরের একজন অফিসে কর্মরত।গত ২২ জুন ভোরে মুম্বই পুলিশ আয়ারে কলোনির একটি আবর্জনা স্তূপ থেকে উদ্ধার করেছিলেন যশোদা গায়কওয়াড় নামের ওই বৃদ্ধাকে। এরপর তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরেই এই মর্মান্তিক অবহেলার ঘটনায় নড়েচড়ে বসেন মহারাষ্ট্র রাজ্য মানবাধিকার কমিশন। এবং গতকাল রাতে ওই বৃদ্ধার কুলাঙ্গার নাতিকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশি জেরায় ওই বৃদ্ধার নাতি জানিয়েছেন, তিনি হতাশাগ্রস্ত হয়ে দিদিমাকে ফেলে রেখে এসেছিলেন।

একটি প্রতিবেদন অনুযায়ী, বৃদ্ধার ওই কুলাঙ্গার নাতি পুলিশকে আরও জানিয়েছেন যে, তিনি দিদিমার চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। কিন্তু দিনের পর দিন দিদিমার অবস্থা অবনতি হচ্ছে। হাসপাতালগুলি বারবার তাঁকে ভর্তি করতে অস্বীকৃতি জানাচ্ছিলেন। অবশেষে তিনি হতাশ হয়ে দিদিমাকে নোংরা আবর্জনায় ফেলে রেখে আসতে বাধ্য হন। পুলিশ জানতে পেরেছেন যে, তিনি শুধু একাই নন, তাঁর সঙ্গে একজন আত্মীয় ও রিক্সা চালক ছিলেন। যার রিক্সায় চাপিয়ে যশোদাকে ডাম্পিং সাইটে ফেলে রেখে আসা হয়েছিল। পুলিশ তিনজনকে ই গ্রেফতার করেছে। আবর্জনা স্তূপ থেকে গুরুতর আহত ও বেদনাদায়ক অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করা হয়েছিল। তাঁর ত্বকের অবস্থা গুরুতর ছিল। তিনি কর্তৃপক্ষকে জমিয়েছিলেন যে, তাঁর নাতি তাঁকে ভোরে এই নোংরা জায়গায় ছেড়ে চলে গিয়েছেন। এর পর, আরে পুলিশ সাগর শেভালের বিরুদ্ধে অভিভাবক ও প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ ও কল্যাণ আইনের ধারা ২৪ এবং ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর ধারা ১২৫ এর অধীনে এফআইআর দায়ের করে।

আরও পড়ুনঃ ক্যান্সারে আক্রান্ত দিদিমাকে আবর্জনার স্তূপে ফেলে রেখে গেল অমানুষ নাতি, এরপর……

শেভালে প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে তিনি সবটা স্বীকার করেন। তিনি প্রথমে জানিয়েছিলেন, যশোদাই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। তার অবস্থান সম্পর্কে তাঁর কোনও জ্ঞান নেই। তবে, পুলিশ এই বক্তব্য খারিজ করে দেয়, কারণ কান্দিভালি থেকে আরে পর্যন্ত কেউ এমন গুরুতর অবস্থায় হেঁটে আসতে পারেনা। এরপর সিসিটিভি ফুটেজে দেখে সবটা পরিষ্কার হয়ে যায় পুলিশের। এলাকার সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছিল যে, শেভাল তার দাদিকে নিয়ে সেই স্থানে যাচ্ছেন। প্রমাণের ভিত্তিতে, কর্তৃপক্ষ তাকে গ্রেফতারের জন্য পদক্ষেপ নেয়। যশোদা গায়কোয়াড়কে এখন কুপার হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই, পুলিশের আবেদনের ভিত্তিতে বেশ কয়েকটি এনজিও এগিয়ে এসেছে এবং, বৃদ্ধা মহিলার আরোগ্যলাভের সহায়তা এবং যত্ন প্রদান করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাথার দাম ছিল প্রায় দেড় কোটি, সুকমায় আত্মসমর্পণ ২৩ জন মাওবাদীর

বিমান দুর্ঘটনায় বদ্ধপরিকর ছিলেন পাইলট, দাবি বিমান বিশেষজ্ঞের

বিরল শাস্তি! ৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে ধর্ষককে পুরুষত্বহীন করার নির্দেশ আদালতের

‘শুখা’ বিহারে মদ খেয়ে মন্ত্রীর পাশে সরকারি আধিকারিক, গ্রেফতারের পর ওষুধ খাওয়ার যুক্তি

বৃষ্টিতে ডুবল রেললাইন, চালকের বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন

কী কাণ্ড! ছেলের পরকীয়া ঠেকাতে কাঠমান্ডুগামী বিমানে বোমা হুমকি দিলেন মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ