32ºc, Haze
Sunday, 2nd April, 2023 4:42 pm
নিজস্ব প্রতিনিধি, ধরমশালা( হিমাচল প্রদেশ): ফের মেঘভাঙা বৃষ্টিতে (cloudburst) ওলটপালট হিমাচলপ্রদেশ। জুলাইয়ের পর এবার অগাস্টে। জুলাইয়ের ঘটনায় কারও মৃত্যু না হলেও সোমবারের মেঘভাঙা বৃষ্টিতে একজন প্রাণ হারিয়েছেন। স্থানীয় প্রশাসন (local admn) সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে মৃতের নাম বিজয় কুমার। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর। আহত দুইজনকে নিকটবর্তী হাসপাতালে (hospital) ভর্তি করা হয়েছে। মেঘাভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়ি। কয়েক শো বিঘা জমি (land) নষ্ট হয়ে গিয়েছে। বহু এলাকা প্লাবিত। গ্রামের সঙ্গে সংযোগকারী একটি মাত্র সেতু (bridge) ভেঙে পড়ে যাওয়ায় দুর্যোগ কবলিতা এলাকা থেকে আটকে পড়াদের অপেক্ষাকৃত নিরাপদস্থানে সরিয়ে নিয়ে আনতে বিপর্যয় মোকাবিলা দফতরকে বেগ পেতে হচ্ছে। আচমকা মেঘ ভাঙা বৃষ্টির কারণে রাজ্যবাসী গুরুতর সমস্যায় পড়েছেন।
এই পার্বত্যরাজ্য এর আগেও মেঘভাঙা বৃষ্টির (cloudburst)সাক্ষী ছিল। গত জুলাইতে মেঘভাঙা বৃষ্টিতে প্রাণ হারান নয় জন। জুলাইয়ের (July) প্রাকৃতিক দুর্যোগে বর্ডার রোড অর্গানাইজেশনের নয়জন জওয়ান প্রাণ হারান। জুলাইতে মেঘ ভেঙে বৃষ্টি নামে মঙ্গলবার রাত এবং বুধবার ভোরের মধ্যে। ঘটনায় চার পর্যটকও নিখোঁজ হন। সেই ঘটনার তুলনায় সোমবারের মেঘ ভাঙা বৃষ্টিতে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম।
সোমবারের মেঘভাঙা বৃষ্টির ছবি সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, হাঙরের মতো মুখ হাঁ করে গিলতে শুরু করেছে জমি, রাস্তা ঘাট, সেতু। স্রোতের সামনে যা পড়েছে, তা খড়কুটোর মতো উড়ে গিয়েছে।