এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

২০২৫ থেকেই এক দেশ এক চার্জার বাধ্যতামূলক

নিজস্ব প্রতিনিধি: এক দেশ, এক নির্বাচনের লক্ষ্যে ধীর গতিতে হলেও এগিয়ে চলেছে নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। এই ক্ষেত্রে তাঁরা আনতে চাইছেন সাম্যতা। অর্থাৎ এক দেশ এক আইন। এরই পাশাপাশি দেশের বুকে মোবাইল থেকে ল্যাপটপ, ট্যাব থেকে চার্জার, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসের(Electronic Device) ক্ষেত্রে বড়সড় বিপ্লব আনতে চাইছে মোদি সরকার(Modi Government)। এখন বিভিন্ন ধরনের, বিভিন্ন কোম্পানির, বিভিন্ন মডেলের মোবাইল থেকে ল্যাপটপ বা ট্যাব ও চার্জারের ক্ষেত্রে বিভিন্ন রকমের চার্জার পয়েন্ট রয়েছে। কোনওটা সি-টাইপ(C-Type) আবার কোনওটা অন্য কোনও ধরনের। যার জেরে কিছু কিছু সময়ে আমজনতাকেও নাকাল হতে হয় এই সব ইলেক্ট্রনিক ডিভাইস চার্জ করতে গিয়ে। বিশেষ করে তিনি যদি হাতের কাছে সেই টাইপেরই কেবলসহ অ্যাডাপটার না পেলে। এই সমস্যা দূর করতেই মোদি সরকার নিতে চলেছে বৈপ্লবিক পদক্ষেপ। এক দেশ, এক চার্জিং পয়েন্ট(One Nation One Charger)। সি-টাইপ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকেই দেশ জুড়ে বাধ্যতামূলক ভাবে লাগু হতে চলেছে এই নীতি।

আরও পড়ুন স্কুলে স্কুলে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের বেতন বাড়ছে

মাস দেড়েক আগে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক এক বৈঠকে বসেছিল। সেই বৈঠকেই ঠিক করা হয় এবার থেকে দেশে যত মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস তৈরি হবে বা বিদেশ থেকে আমদানি করা হবে তাতে চার্জিং পয়েন্ট হিসাবে সি-টাইপ অ্যাডাপটারই ব্যবহার করা হবে। সেই রকম ভাবেই ওই সব ইলেক্ট্রনিক ডিভাইস তৈরি করতে হবে। স্মার্টফোন হোক কী ল্যাপটপ, ট্যাব হোক কী চার্জার, সব ক্ষেত্রেই ব্যবহৃত হবে সি-টাইপ অ্যাডাপ্টার। মোদি ইতিমধ্যেই দেশের মানুষকে প্রযুক্তিগত ভাবে এক সূত্রে বাঁধতে চাইছেন। সেই লক্ষ্যেই ধীরে ধীরে পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন সব বিষয়ে যা সরাসরি আমজনতার নিত্যদিনের নিত্যচাহিদার সঙ্গে জড়িত। মোবাইল এখন মানুষের হাতে হাতে কার্যত জীবনের সর্বক্ষণের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় যদি প্রযুক্তিগত ভাবে তাঁদের একসুত্রে বেঁধে ফেলা যায় তাহলে সেখানে অসুবিধা হওয়ার কথা নয়। বরঞ্চ আমজনতা এক এক রকম ইলেক্ট্রনিক ডিভাইসের জন্য এক এক রকম চার্জারের অসুবিধা থেকে মুক্তি পাবেন। কেবল সহ এক ধরনের অ্যাডাপ্টার দিয়েই তাঁর সব ধরনের ইলেক্ট্রিক ডিভাইস চার্ক করাতে পারবেন।

আরও পড়ুন দলেই কড়া পরীক্ষার মুখে বঙ্গ বিজেপির ১৩ সাংসদ

উল্লেখ্য ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসের পর থেকে শুধু টাইপ সি পোর্ট ব্যবহার করা যাবে। সেই নির্দেশের সঙ্গে সাজুয্য রেখে পরিকল্পনা রূপায়ণের পথে হাঁটছে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডও। পাশাপাশি, সমস্ত ডিভাইসে ব্যবহারযোগ্য আরও এক ধরনের চার্জার তৈরিরও চেষ্টা চালাচ্ছেন তাঁরা। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা সচিব রোহিতকুমার সিং জানিয়েছেন, যে কোনও ইলেকট্রনিক ডিভাইসের উৎপাদন নির্ভর করে আন্তর্জাতিক সাপ্লাই চেনের ওপর। তাই গ্রাহকদের সরঞ্জাম পেতে যাতে কোনও সমস্যা না হয়, সেকথা মাথায় রেখেই দিনক্ষণ ঠিক করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দুই ধরনের ইলেকট্রনিক ডিভাইসের জন্য নির্দিষ্ট চার্জার চালু করতে চাইছে কেন্দ্র। সরকার মনে করছে, এতে ই-ওয়েস্টের সংখ্যা কমবে এবং মানুষকে একাধিক চার্জারও কিনতে হবে না। ইতিমধ্যেই আইআইটি কানপুর ঘড়ি, ব্লুটুথ ডিভাইসের মতো ওয়ারেবল ইলেকট্রনিক ডিভাইসের জন্য একই চার্জার তৈরি করছে। সেই কাজ সম্পন্ন হলেই সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অমেথিতে প্রার্থী রাহুল? জল্পনা বাড়িয়ে শুরু গৌরীগঞ্জের বাড়ি সংস্কারের কাজ

রামের ছবি দেওয়া প্লেটে বিরিয়ানি বিক্রি! বিনা দোষে দিল্লিতে আটক ব্যবসায়ী

রয়েছে রোলস রয়েস, টেসলা গাড়ি, ৫,৭৮৫ কোটির মালিক অন্ধ্রের টিডিপি প্রার্থী

দিল্লিতে স্বস্তির বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

পটনা সাহিব থেকে কংগ্রেস প্রার্থী প্রাক্তন স্পিকার মীরা কুমারের ছেলে

বিপাকে কেজরি, জেলে থাকতে হবে আরও ১৪ দিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর