-273ºc,
Friday, 9th June, 2023 2:47 am
নিজস্ব প্রতিনিধি: ‘দেশের স্বার্থে যে কোনও মূল্য চোকাতে রাজি’, শুক্রবার বিকেলে এমনই প্রতিক্রিয়া দিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। এদিন রাহুলের সাংসদ পদ খারিজ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)। সাংসদপদ খারিজের পর প্রথম প্রতিক্রিয়ায় লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন কংগ্রেস নেতা (Congress Leader)।
সাংসদপদ খারিজ হয়ে যাওয়ার পর শুক্রবার বিকেল ৫টা ২৭ মিনিটে নিজের টুইটার হ্যাণ্ডেলে রাহুল গান্ধি লিখেছেন, ‘দেশের কণ্ঠস্বরের জন্য লড়াই করছি। আমি যেকোনো মূল্য দিতে প্রস্তুত।’ প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে লোকসভার সাংসদপদ থেকে খারিজ করেন স্পিকার। লোকসভার সচিবালয়ের তরফে আরও জানানো হয়েছে, কেরলের ওয়ানাডের লোকসভা কেন্দ্র বর্তমানে সাংসদ শূন্য। নির্বাচন কমিশন চাইলে ওই কেন্দ্রে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে। পাশাপাশি জানানো হয়েছে ওয়ানাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি দিল্লিতে সরকারি বাংলো খালি করতে এক মাস সময় নিতে পারবেন। অন্যদিকে রাহুলের সাংসদপদ থেকে খারিজ করার পিছনে একটি ‘ষড়যন্ত্র’ রয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।
উল্লেখ্য ২০০৪ সালে উত্তরপ্রদেশের আমেথি থেকে প্রথমবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধি। তার পরেই লোকসভার পক্ষ থেকে তাঁকে রাজধানীর ১২ নম্বর তুঘলক লেনের বাংলো বরাদ্দ করা হয়েছিল। যদিও সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পরে প্রায় বছর খানেক ধরেই মা সোনিয়া গান্ধির ১০ নম্বর জনপথের বাংলোতে থেকেছেন তিনি। শেষ পর্যন্ত ২০০৫ সালে তুঘলক লেনের বাংলোয় উঠে যান তিনি। তার পর থেকে গত ১৮ বছর ওই বাংলোতেই ছিলেন।