31ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:05 pm
নিজস্ব প্রতিনিধি, সিমলা : ভোট প্রচারে এসে মমতার বক্তব্য ধার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিমাচলে বিধানসভা ভোটের প্রচারে এসে তাঁর আর্জি, প্রার্থীর নাম ভুললেও তাঁকে ও পদ্মের প্রতীককে যেন না ভোলেন সাধারণ ভোটাররা৷ তাঁকে মনে করেই যেন ভোট দেন ভোটাররা। গত বিধানসভা নির্বাচনে মমতাও একই ভাবে ভোট প্রার্থনা করেছিলেন।
২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ২৯৪টি কেন্দ্রেই তিনি প্রার্থী। সে কথা মনে রেখেই যেন ভোট দেন ভোটাররা। শনিবার হিমাচল প্রদেশের সোলানে একটি সভায় একই সুর শোনা গেলপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠে৷ সভায় তিনি বলেন, ‘আপনাদের বিজেপি প্রার্থীর নাম মনে রাখতে হবে না৷ শুধু ভোট দেওয়ার সময় মনে রাখুন বিজেপি-র প্রতীক পদ্মকে৷ আমি আপনাদের কাছে এসেছি পদ্ম চিহ্নটিকে নিয়ে৷ আপনারা যখনই ভোট দেওয়ার সময় পদ্ম চিহ্নটিকে দেখবেন, তখন মনে করবেন, বিজেপি ও মোদিজি আপনাদের কাছে এসেছেন’৷ এ দিনের সভা থেকে মোদি তীব্র আক্রমণ করেন কংগ্রেসকে৷ তিনি বলেন, ‘কংগ্রেসের স্বভাবই হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া৷ কংগ্রেস কোনওদিন হিমাচলের উন্নয়নকে প্রাধান্য দেয়নি৷ কিন্তু উল্টোদিকে সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছে বিজেপি৷ আগামী নভেম্বরের ১২ তারিখে প্রতিটি ভোট ভবিষ্যতে ওই রাজ্যের উন্নয়নের যাত্রাপথ প্রস্তুত করবে, ঠিক করবে আগামী ২৫ বছরের উন্নয়নের রূপরেখা’৷
মোদি এদিনের সভা থেকে মনে করিয়ে দেন, হিমাচলের সাধারণ মানুষ জানেন, বিজেপি মানে স্থায়ী এক প্রশাসন৷ বিজেপি সর্বদা উন্নয়নের বিষয়টিকে সবার উপরে রাখে, এক্ষেত্রেও রাখবে৷ হিমাচলে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছে গেরুয়া শিবির। পাহাড়ি এই রাজ্যে সাধারণত পাঁচ বছর অন্তর অন্তর সরকার বদল হয়। তাই চাপে পড়ে সে রাজ্যের নেতাদের উপর আস্থা না রেখে নিজেকেই তুলে ধরার চেষ্টা করলেন মোদি।