এই মুহূর্তে




একের পর এক ক্যাবচালককে হত্যা, ২৪ বছর পর পুলিশের জালে পলাতক সিরিয়াল কিলার




নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: সাফল্যের ঝুলি ফের একবার পূর্ণ হল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। দিল্লি ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছে এক সিরিয়াল কিলারকে। সে একসময় তিন সহযোগীর সঙ্গে মিলে হত্যা করেছিল চারজন ক্যাব চালককে। এরপর মৃতদেহগুলি উত্তরাখণ্ডের পাহাড়ের একটি গভীর খাদে ফেলে দেওয়া হয়। গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম অজয় ​​লাম্বা। তাকে দিল্লির ইন্ডিয়া গেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে এই গ্যাংটি গত কয়েক বছর ধরে সক্রিয় ছিল।

পুলিশি তদন্তে জানা গিয়েছে যে এই চক্রটি ভাড়ায় ক্যাব বুক করত। চালকদের প্রথমে উত্তরাখণ্ডে নিয়ে গিয়ে মাদক দেওয়া হয়েছিল। মাদক নিয়ে যখন চালকেরা অজ্ঞান হয়ে যেত তখন তাদের শ্বাসরোধ করে হত্যা করা হত। মৃতদেহ আলমোড়া, হলদোয়ানি এবং উধম সিং নগরের মতো এলাকায় ফেলে দেওয়া হত। মৃতদেহগুলি গভীর খাদে ফেলে দেওয়া হয়েছিল যাতে আর কখনও খুঁজে পাওয়া না যায়। খুনের পর অভিযুক্তরা ক্যাবগুলি নেপালে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করত।

এই মামলায় এখনও পর্যন্ত চারজন চালকের হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। যার মধ্যে পুলিশ কেবল একজনের দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। বাকি তিনটি মৃতদেহ উদ্ধার করা যায়নি। এখনও পর্যন্ত কোনও সূত্রও মেলেনি। পুলিশ সন্দেহ করছে যে এই দলটি অন্তত কয়েক ডজন নিখোঁজ ক্যাব চালকের হত্যামামলার সঙ্গে যুক্ত থাকতে পারে। এরাই তাঁদেরও হত্যা করেছে।

অভিযুক্ত অজয় ​​লাম্বাও প্রায় ১০ বছর নেপালে লুকিয়ে ছিল। সেখানকার এক স্থানীয় মহিলাকে বিয়েও করেছিল। তার বিরুদ্ধে দিল্লিতে মামলা দায়ের করা হয়েছে। ওড়িশায় মাদক চোরাচালান এবং ডাকাতির মতো গুরুতর মামলায় সে এর আগেও জেল খেটেছে।

এই গ্যাংয়ের অন্য দুই সদস্য ধীরেন্দ্র এবং দিলীপ পান্ডে আগেই গ্রেফতার হয়েছে। তবে আর এক অভিযুক্ত ধীরজ এখনও পলাতক। তার খোঁজে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। অজয় লাম্বাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিল্লি থেকে উত্তরাখণ্ড এবং নেপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা চক্রের নেটওয়ার্ক এখন পুলিশের লক্ষ্যবস্তু।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র

হিন্দু নন, তিরুপতি মন্দির থেকে ছাঁটাই ৪ কর্মচারী, ধর্মীয় বিতর্কের মুখে TTD

একমুখী লেনে ঢুকতে বাধা! হোমগার্ডকে ৫ কিমি রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে গেল বেপরোয়া গাড়ি

মর্মান্তিক! তিন নাবালক সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী দম্পতি, কারণ খুঁজছে পুলিশ

‘এক ফুল দো মালি’, হিমাচলে একই পাত্রীকে বিয়ে করলেন দুই সহোদর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ