এই মুহূর্তে




ছেলের তথ্যচিত্র মুক্তি নিয়ে আপত্তি, ইউটিউব থেকে সরানোর দাবিতে আদালতে দ্বারস্থ মুসেওয়ালার বাবা




নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালে পঞ্জাবের দুষ্কৃতীদের ৩০ রাউন্ড গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন তরুণ পঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা। হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত্যু হয় তরুণ গায়কের। অল্প বয়সেই খ্যাতি করে ফেলে ছিলেন সিধু। তাঁর মৃত্যুতে ফেটে পড়ে গোটা দেশ। ২০২২ সালের ২৯ মে পঞ্জাবের মানসা জেলার জওহর গ্রামের কানাডা ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন সিধু। যিনি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের অন্যতম প্রধান সদস্য ছিলেন। যাই হোক, গায়কের মৃত্যুর ৩ বছর কেটে গিয়েছে। এখনও তাঁর সুরেলা কন্ঠের গানগুলি ভক্তদের কাছে অক্ষত। গায়কের মৃত্যুর পর কোল হয়ে গিয়েছিলে তাঁর বাবা-মায়ের। সে অভাব পূরণ করেছে সিধুর ভাই। গতবছর IVF পদ্ধতির মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সিধুর মা। আজ (১১ জুন) সিধু মুসেওয়ালার জন্মবার্ষিকী। এ উপলক্ষে মুসেওয়ালার পরিবার তাঁকে স্মরণ করেছে। গায়কের বাড়িতে সুখমণি সাহেবের আয়োজন করা হয়েছে। কেক কেটে ছেলের জন্মদিন পালন করেছেন সিধু মুসেওয়ালার বাবা। এছাড়াও, সিধু মুসেওয়ালার বাবা জানিয়েছেন, আজ গায়কের জন্মদিনে ভক্তদের জন্য একটি অ্যাপ চালু করা হয়েছে। এতে তিনটি গান রয়েছে।

অ্যাপটিতে সিধু মুসেওয়ালার নতুন গান শোনা যাবে, যেগুলি আগে প্রকাশিত হয়নি। এই সব গানই অল্প সময়ের মধ্যেই লক্ষ লক্ষ ভিউজ ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি ১১ জুন সিধুর জন্মদিন উপলক্ষে, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডের উপর দুই পর্বের একটি তথ্যচিত্র প্রকাশ করেছে। এটি তাদের ইউটিউব প্ল্যাটফর্মে স্ট্রিমিং করা হচ্ছে। কিন্তু জানা গিয়েছে, মুসেওয়ালার বাবা বলকাউর এই তথ্যচিত্রটির মুক্তি চাননি। তাই সে এখন পঞ্জাবের মানসা আদালতে একটি আবেদন জানিয়েছেন। যাতে তথ্য চিত্রের মুক্তি বন্ধ হয়। এই মামলার শুনানি ১২ জুন আদালতে হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই বিবিসি এই তথ্যচিত্রটি প্রকাশ করে ফেলেছে। এই বিষয়ে বলকাউর সিং বলেছেন যে, বারবার অনুরোধ এবং আদালতের কাছে যাওয়ার পরেও বিবিসি সিধু মুসেওয়ালার তথ্যচিত্রটি ইউটিউবে প্রকাশ করেছে।

এর জন্য তিনি খুবই দুঃখিত। তবে এই তথ্যচিত্রে সিধু মুসেওয়ালার কিছু পুরনো বন্ধু, সাংবাদিক এবং দিল্লি ও পঞ্জাবের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাক্ষাৎকার দেখানো হয়েছে। এর সঙ্গে গ্যাংস্টার গোল্ডি ব্রারের একটি অডিও সাক্ষাৎকারও অন্তর্ভুক্ত করা হয়েছে।কারণ গোল্ডির বিরুদ্ধে সিধু মুসেওয়ালাকে হত্যার অভিযোগ আনা হয়েছিল। দুটি অংশে তৈরি এই তথ্যচিত্রটিতে সিধু মুসেওয়ালার জীবন, একজন গায়ক হিসেবে তার জীবন, খ্যাতি এবং তার হত্যা দেখানো হয়েছে। বুধবার (১১ জুন) সন্ধ্যায় মুম্বইয়ের একটি সিনেমা হলে সিধু মুসেওয়ালার তথ্যচিত্রটি প্রিমিয়ার হওয়ার কথা ছিল। কিন্তু এটি নিয়ে শুরু হওয়া বিতর্ক এবং গায়কের পরিবারের অসন্তোষের পর, প্ল্যাটফর্মটি এটি তাদের ইউটিউব চ্যানেলে স্ট্রিম করার সিদ্ধান্ত নিয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঐতিহাসিক মুহূর্ত! আসল সমাপ্তি ও বাদ পড়া দৃশ্য নিয়ে ইতালিতে বিশ্ব প্রিমিয়ার হতে চলেছে ‘শোলে’

মা কালী সেজে তামাশা, ক্রুশ লেহন! টমি জেনেসিসের ভিডিও নিয়ে শোরগোল, কে এই র‍্যাপার?

দলবিরোধী কাজের অভিযোগে তিন বিধায়ককে দল থেকে তাড়াল সমাজবাদী পার্টি’

ফের ইউনূস সরকারের রোষে নুসরাত ফারিয়া, এবার বাজেয়াপ্ত হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Ambubachi 2025: জানেন কী, দেবী কামাখ্যার ছ’টি মুখ কিসের প্রতীক?

সবসময়ের সঙ্গীকে হারালেন সায়ন্তিকা, শোকাচ্ছন্ন বন্ধুর পাশে মিমি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ