সমলিঙ্গের বিয়ে নিয়ে সুপ্রিম শুনানি ১৩ মার্চ

Published by:
https://www.eimuhurte.com/wp-content/uploads/2021/09/em-logo-globe.png

Koushik Dey Sarkar

11th March 2023 4:06 pm | Last Update 11th March 2023 4:11 pm

নিজস্ব প্রতিনিধি: অবশেষে চূড়ান্ত যুদ্ধ শুরু হচ্ছে আদালতে। দেশের শীর্ষ আদালতে আগামী ১৩ মার্চ থেকে শুরু হচ্ছে সমলিঙ্গ বিবাহের(Same Sex Marriage) আর্জি নিয়ে দায়ের হওয়া যাবতীয় মামলার শুনানি(Hearing)। সুপ্রিম কোর্টের(Supreme Court) বৃহত্তর বেঞ্চেই হতে চলেছে সেই শুনানি। বেঞ্চে থাকছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসিংহ এবং বিচারপতি জে বি পার্দিওয়ালা।

আরও পড়ুন মমতার ১১ বছরের শাসনে ৪ লক্ষেরও বেশি পাট্টা বিলি বাংলায়

বিয়ে করতে চেয়ে এবং সেই বিয়েকে আইনি বৈধতা প্রদানের জন্য দেশের নানা হাইকোর্টে মামলা দায়ের করা হয় বেশ কিছু সমপ্রেমী দম্পতির(Same Sex Couple) তরফ থেকে। কেউ বিয়ে করে সেই বিয়েকে আইনি বৈধতার ছাপ দিতে মামলা করেছিলেন আবার কেউ সরাসরি রেজেস্ট্রি ম্যারেজ করতে চেয়ে মামলা দায়ের করেছিলেন। সেই সব মামলার আর্জি মূলত একই হওয়ায় সুপ্রিম একসঙ্গে সবকটি মামলার শুনানি একই জায়গায় করার কথা জানুয়ারি মাসেই জানিয়ে দিয়েছিল। কার্যত তারপর থেকেই আশায় বুক বেঁধেছে রামধনু পরিবার(Rainbow Family), যদি সুপ্রিম শুনানিতে দেশের আর পাঁচটা মানুষের মতো তাঁদেরও মেলে আইনি বিয়ের ছাড়পত্র। অবশেষে সেই দিনক্ষণ ঘোষণা করে দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে জানানো হয়েছে আগামী ১৩ মার্চ থেকে সমলিঙ্গের বিয়ে নিয়ে শুনানি শুরু হবে।

আরও পড়ুন ‘রাস্তাশ্রী’র কাজ নিয়ে মেগা প্রচারে নামছে মমতার সরকার

২০১৮ সালেই এসেছে ঐতিহাসিক রায়(Historical Verdict)। সমপ্রেম, সমকামিতা ৩৭৭ ধারার বাইরে এসে পা রেখেছে। এখন প্রাপ্তবয়স্ক দুই পুরুষের বা দুই নারীর প্রেম, সম্পর্ক, সহমতের যৌনতা কোনওটাই অপরাধ নয়। সমাজ খুব একটা না বদলালেও ঐতিহাসিক রায় দেশের রামধনু পরিবারের মানুষদের সাহস জুগিয়েছে নিজের মতন করে নিজের ইচ্ছা মতন বাঁচার। সেই সূত্রেই এসেছে বিয়ের প্রশ্ন। কেন দুটি পুরুষ বা দুইজন নারী একে অপরকে বিয়ে করে দেশের আর পাঁচটা দম্পতির মতো বাঁচতে পারবে না? কেন তাঁরা দেশের আর পাঁচটা দম্পতির মতো Joint Bank Account, Joint Insurance, Joint Mediclaim, Joint Property, Nominee’র সুবিধা পাবেন না? কেন তাঁদের বিয়ে আইনি বৈধতা পাবে না? এই সব প্রশ্ন তুলে দেশের ১১টি হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। সেই সব মামলার শুনানি একত্রে আগামী ১৩ মার্চ থেকে শুরু হতে চলেছে সুপ্রিম কোর্টে। আশায় বুক বাঁধছেন দেশের LGBT সম্প্রদায়ের মানুষেরা, যদি আরও একটা ঐতিহাসিক রায় আসে, আরও একটা ঐতিহাসিক দিন আসে।

More News:

Leave a Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এক ঝলকে

জেলা ভিত্তিক সংবাদ

Alipurduar Bankura PurbaBardhaman PaschimBardhaman Birbhum Dakshin Dinajpur Darjiling Howrah Hooghly Jalpaiguri Kalimpong Cooch Behar Kolkata Maldah Murshidabad Nadia North 24 PGS Jhargram PaschimMednipur Purba Mednipur Purulia South 24 PGS Uttar Dinajpur

Subscribe to our Newsletter

397
মিশন দিল্লি, পিকের চাণক্যনীতি কতটা কাজ দিল মমতার?

You Might Also Like