এই মুহূর্তে




টানা ১৭ ঘন্টা জেরার পর মাদক মামলায় গ্রেফতার তামিল অভিনেতা




নিজস্ব প্রতিনিধি: শ্রীকান্তের পর এবার তামিল অভিনেতা কৃষ্ণ। বিশাল মাদক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভিরা, মারি ২ এবং অন্যান্য ছবির জন্য পরিচিত। আজ বৃহস্পতিবার (২৬ জুন) চেন্নাই পুলিশ অভিনেতাকে একটি বড় মাদক মামলায় গ্রেফতার করেছে। একই অভিযোগে দিন কয়েক আগে তামিল অভিনেতা শ্রীকান্তকে গ্রেফতার করেছিল চেন্নাই পুলিশ। এর কয়েকদিন পর আবারও একই ঘটনা ঘটল। জানা গিয়েছে, মাদক মামলায় অভিযুক্ত হওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন কৃষ্ণ। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর বুধবার তবে আটক করে চেন্নাই পুলিশ। যার পর তাঁকে ১৭ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পর, অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

কৃষ্ণের সঙ্গে, মাদক ব্যবসায়ী কেভিনকেও গ্রেফতার করা হয়েছে। গত ২৩ জুন শ্রীকান্তকে গ্রেফতার করে পুলিশ। এরপরেই তদন্তে কৃষ্ণের নাম উঠে আসে। তাকে ৭ জুলাই, ২০২৫ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হবে। শ্রীকান্তের বিরুদ্ধে ৪.৭৮ টাকার কোকেন কেনার অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেফতারের পর তাঁর রক্তের নমুনা মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেখানেই প্রমাণ হয় যে, অভিনেতা অবৈধ মাদক সেবন করতেন। আসলে গত কয়েক মাস আগে নুঙ্গামবাক্কামের একটি বেসরকারি বারে একটি ঝগড়ার ঘটনায় এআইএডিএমকে আইটি শাখার সদস্য টি প্রসাদকে গ্রেফতার করা হয়। তখন থেকেই এই ঘটনার সূত্রপাত। তাঁকে গ্রেফতারের ফলে রহস্যের জট খুলে যায়।

জানা যায়, তিনিই কোকেন সহ নিষিদ্ধ মাদকদ্রব্য শ্রীকান্তের কাছে সরবরাহ করতেন। প্রতিবেদনে বলা হয়েছে যে, থেইকিরাই চলচ্চিত্রের সঙ্গে সম্পর্কিত একটি পার্টির সময় শ্রীকান্ত প্রসাদের কাছ থেকে কোকেন কিনেছিলেন। যে ছবিটি প্রসাদ সহ-প্রযোজনা করেছিলেন। এই ছবিতে শ্রীকান্ত প্রধান ভূমিকায় অভিনয় করছিলেন। চেন্নাই পুলিশ এখন মাদক মামলার মূলে পৌঁছানোর জন্য তদন্ত শুরু করেছে এবং তামিল চলচ্চিত্র শিল্পের আরও উচ্চপদস্থ ব্যক্তিরা এই হুমকির সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় রিপোর্ট কর্নাটক সরকার

এবার পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান

মুক্তির ২ দিন আগেই জোর ধাক্কা, ‘সাঁইয়ারা’ থেকে আহান পান্ডের অন্তরঙ্গ দৃশ্য ছেঁটে ফেলল সেন্সর বোর্ড

বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট বেচে দিলেন সলমান

‘চোখের বদলে চোখ’, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে অনড় নিহতের ভাই

‘অতীতের অস্ত্র বা প্রযুক্তি দিয়ে আজ যুদ্ধ জেতা যায় না!’, মন্তব্য সেনা সর্বাধিনায়কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ