এই মুহূর্তে




‘সংখ্যালঘু নারীর বিবাহ বিচ্ছেদের জন্য স্বামীর অনুমতির প্রয়োজন নেই’, বড় সিদ্ধান্ত তেলেঙ্গানা হাইকোর্টের




নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: সংখ্যালঘু মহিলাদের অধিকার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে তেলেঙ্গানা হাইকোর্ট। আদালত জানিয়েছে যদি কোনও মুসলিম মহিলা স্বামীর থেকে তালাক (খুলা) অর্থাৎ বিচ্ছেদ নিতে চান তাহলে সেই তালাক পাওয়ার পূর্ণ অধিকার তাঁর রয়েছে। তার জন্য স্বামীর সম্মতি বা অনুমতির প্রয়োজন নেই। একজন মহিলার ‘খুলা’ পাওয়ার অধিকার সম্পূর্ণ এবং স্বাধীন।

বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং বি.আর. মধুসূদন রাওয়ের একটি ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে মুসলিম মহিলারা একতরফাভাবে ‘খুলা’র মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারেন। বিচ্ছেদের জন্য আর মুফতি বা দারুল কাজার থেকে খুলনামা নেওয়ার প্রয়োজন নেই। কারণ তাদের ভূমিকা কেবল পরামর্শদাতা হিসাবে।

হাইকোর্ট বলেছে যে আদালতের একমাত্র ভূমিকা হল বিবাহ বিচ্ছেদের উপর বিচারের সীলমোহর প্রদান করা যা উভয় পক্ষের জন্য বাধ্যতামূলক। পারিবারিক আদালতের কাজ হল ‘খুলা’র আবেদন বৈধ কিনা, আপোষের কোনও প্রচেষ্টা করা হয়েছে কিনা এবং মহিলা মেহর (যৌতুক) ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছেন কিনা তা দেখা। যদি শুনানি সম্পন্ন হয়, তাহলে তা রেকর্ড করা উচিত। আদালত জোর দিয়ে বলেছে যে এই প্রক্রিয়াটি সংক্ষিপ্ত হওয়া উচিত, অধিক শুনানি কাম্য নয়।

এই সিদ্ধান্ত একজন মুসলিম পুরুষের আবেদনের ভিত্তিতে এসেছে। তাঁর স্ত্রী ‘সাদা-ই-হক শরাই কাউন্সিল’ নামে একটি এনজিওর মাধ্যমে ‘খুলা’ গ্রহণ করেছিলেন। স্বামী পারিবারিক আদালতে এই বিবাহবিচ্ছেদের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, কিন্তু পারিবারিক আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়। হাইকোর্টও পারিবারিক আদালতের সিদ্ধান্ত বহাল রাখে।

কোরানের ২২৮ এবং ২২৯ (অধ্যায়-২) আয়াত উদ্ধৃত করে আদালত বলেছে যে ইসলামী আইন স্ত্রীকে বিয়ে ভেঙে বেরিয়ে আসার পূর্ণ অধিকার দেয়। স্বামীর অনুমোদন খুলার বৈধতার শর্ত নয়। আদালত বলেছে যে ইসলামিক গ্রন্থে কোথাও বলা নেই যে যদি স্বামী রাজি না হয় তবে ‘খুলা’ হতে পারে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরু পদদলিতের ঘটনায় রিপোর্ট জমা দিল কর্ণাটক সরকার

এবার পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান

পদ্মফুলে কেন বিরাজ করেন দেবী লক্ষ্মী? জেনে নিন অজানা কাহিনি

জোর করে মুসলিম ছেলের সঙ্গে বিয়ে, পাকিস্তানে ক্রমেই বাড়ছে হিন্দু নারী অপহরণের ঘটনা

‘চোখের বদলে চোখ’, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে অনড় নিহতের ভাই

‘অতীতের অস্ত্র বা প্রযুক্তি দিয়ে আজ যুদ্ধ জেতা যায় না!’, মন্তব্য সেনা সর্বাধিনায়কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ