এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ভিড় এড়িয়ে ঠাকুর দেখুন, জেনে নিন মেট্রো স্টেশনের কাছে পিঠের পুজোমণ্ডপ

নিজস্ব প্রতিনিধি: হাতে মাত্র আর কটা দিন, তারপরই শুরু হবে প্যান্ডেল হপিং। তবে সেই পুজোর আনন্দ উপভোগ করতে গিয়ে গলদঘর্ম হয়ে বহু সময়েই আটকে পড়তে হয় ট্রাফিকে। কখনও ভিড় থমকে যায় রাস্তায়, আবার কখনও গাড়ি এগিয়ে চলা দায় হয়ে যায়। এমন পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণে মেট্রো পথে দেখতে পারেন ঠাকুর। জেনে নিন কোন রুটে কোন কোন পুজো দেখা যাবে-

১. নোয়াপাড়া- উত্তরে নোয়াপাড়া মেট্রো স্টেশনে নামলে ঘুরে নিতে পারবেন, নোয়াপাড়া উদয়ন সংঘ, দাদভাই সংঘ,নেতাজি কলোনি নিম্নাঞ্চল,লেক ভিউ পার্ক,ফরোয়ার্ড কলোনীর পুজো।

২. দমদম- উত্তর কলকাতার দমদমে নামলে দেখতে পারেন সিঁথি সর্বজনীন, ১৪ পল্লীর ঠাকুর।

৩. বেলগাছিয়া- বেলগাছিয়াতে নামলে দেখতে পাবেন, বেলগাছিয়া ওলাইচণ্ডী, বেলগাছিয়া দুর্গোৎসব কমিটির (টালা পার্ক) ঠাকুর, নেতাজি স্পোর্টিং, লেক টাউন অ্যাসোসিয়েশন, যুবক বৃন্দ, দমদম পার্ক ভারত চক্র , শ্রীভূমি স্পোর্টিং, প্রদীপ সংঘের ঠাকুর।

৪. শ্যামবাজার- শ্যামবাজার মেট্রো স্টেশনে নামলে দেখতে পাবেন,বাগবাজার সর্বজনীন, ফ্রেন্ডস ইউনিয়ন, জগত মুখার্জি পার্ক, শ্যাম স্কোয়ারের ঠাকুর।

৫. শোভাবাজার- শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে দেখে নিতে পারেন, বেনিয়াটোলা, কুমোরটুলি পার্ক, আহিরিটোলা সর্বজনীন, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতা বাগানের ঠাকুর।

৬. গিরিশ পার্ক- গিরিশ পার্কের রাস্তার যানজট এড়িয়ে দেখে নিতে পারেন সিমলা ব্যায়াম সমিতি, ৩৭ পল্লী, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিয়াঘাটার ৫ এর পল্লীর পুজো।

৭. মহাত্মা গান্ধী রোড- মহাত্মা গান্ধী রোড স্টেশনে নামলে এবার পুজোয় মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, শিয়ালদহ অ্যাথলেটিকের ঠাকুর দেখা যাবে।

৮. সেন্ট্রাল স্টেশন- সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ারের ঠাকুর দেখতে হলে নামতে হবে সেন্ট্রাল স্টেশনে।

৯. চাঁদনি- চাঁদনি স্টেশনে নামলে দেখা যাবে জানবাজার সর্বজনীন, তালতলা সর্বজনীন, ওয়েলিংটন নাগরিক কল্যাণ কমিটির পুজো দেখে নেওয়া যেতে পারে।

১০. রবীন্দ্র সদন- রবীন্দ্র সদনে নামলে দেখা যাবে গোখেল স্পোর্টিং , চক্রবেড়িয়ার পুজো।

১১. নেতাজি ভবন- নেতাজি ভবনে নামলে পেয়ে যাবেন ৬৮ পল্লী, ৭৬ পল্লী, ভবানীপুর ৭৫ পল্লী, ২২ পল্লী, পদ্মপুকুর যুব সমিতি, হরিশ পার্ক, অগ্রদূত উদয় সংঘ, ম্যাডক্স স্কোয়ার, সংঘমিত্র, ভবানীপুর স্বাধীন সংঘের ঠাকুর।

১২. যতীন দাস- পার্ক যতীন দাস পার্কে নামলেই দেখা যাবে ২৩ পল্লী, ফরোয়ার্ড ক্লাব, মাতৃমন্দির, বকুল বাগান, যতীন দাস পার্কের পুজো।

১৩. কালীঘাট- কালীঘাটে নামলে পেয়ে যাবেন, ত্রিধারা, চেতলা, বাদামতলা আষাঢ় সংঘ, দেশপ্রিয় পার্ক, সমাজসেবীর পুজো, ৬৬ পল্লী, হিন্দুস্থান পার্ক, বালিগঞ্জ কালচারাল, একডালিয়া এভারগ্রিন, নহ উদয় সংঘ, সিংহী পার্ক, বোসপুকুর শীতলামন্দিরে পুজো।

১৪. রবীন্দ্র সরোবর- রবীন্দ্র সরোবরে নামলে দেখতে পাওয়া যাবে সুরুচি সংঘ, শিবমন্দির, নবপল্লী সংঘ মুদিয়ালির ঠাকুর।

১৫. মহানায়ক উত্তমকুমার(টালিগঞ্জ)- এই স্টেশনে নেমে একটু চললেই দেখতে পাবেন, ৪১ পল্লী, অজেয় সংহতি,অশোক নগর, বড়িশা ক্লাব, বড়িশা উদয়ন পল্লী, শীতলাতলা কিশোর সংঘ।

১৬. নেতাজি- নেতাজি স্টেশনে নামলে পেয়ে যাবেন নাকতলা পল্লী উন্নয়ন সমিতির পুজো।

১৭. মাস্টারদা সূর্য সেন- রিজেন্ট পার্ক, আজাদ গড়ের পুজো দেখতে পৌঁছে যান মাস্টারদা সূর্য সেন স্টেশনে।

১৮. গীতাঞ্জলি- গীতাঞ্জলি স্টেশনে নামলে দেখা যাবে নাকতলা উদয়ন সংঘের পুজো। সঙ্গে দেখে নেওয়া যাবে বৈষ্ণবঘাটা বালক সমিতির পুজো।

১৯. কবি নজরুল- নবদূর্গা, বোড়াল সর্বজনীন, তরুণ সাথী, শ্যামাপল্লী, নারকেল বাগানেরর ঠাকুর দেখতে হলে নামতে হবে কবি নজরুল স্টেশনে।

২০. শহিদ ক্ষুদিরাম- পাটুলি ক্লাবের পুজোর দেখতে হলে নামতে হবে শহিদ ক্ষুদিরাম স্টেশনে।

২১. কবি সুভাষ- সন্তোষপুর লেকপল্লী, পল্লী মঙ্গল, সন্তোষপুর ত্রিকোণ পার্কের ঠাকুর দেখতে হলে কবি সুভাষ মেট্রো স্টেশনে নেমে যেতে হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভোট ফর মা’ এই স্লোগানে টালার অলিগলির দেওয়াল রাঙিয়ে তুললেন মহিলারা

শাশুড়ি-বউমার সম্পর্ক কেমন হওয়া উচিত?

জানেন কী, ভূত চতুর্দশী কেন পালিত হয়, ১৪ শাকই বা কেন খাওয়া হয়?

কালীপুজোর রাতে প্রদীপের শিখাতে ঘুরবে ভাগ্যের চাকা

কালীপুজোর দিন রাতে আগুন এড়াতে এই ধরণের পোশাক পরুন..

লোহা এবং ফাইবার দিয়ে তৈরি হচ্ছে ৮০ ফুটের কালী প্রতিমা, জনজোয়ারে ভাসবে ব্যারাকপুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর