এই মুহূর্তে

সলমানের ভয়ে ‘জুজু’ আমিরের ছেলে জুনায়েদ, পিছিয়ে গেল ‘মেরে রেহো’ মুক্তির দিনক্ষণ

নিজস্ব প্রতিনিধি: সলমান খানের ছবির জন্যে পিছিয়ে যাচ্ছে একের এক ছবি। ২০২৬ সালটা ভারতীয় বিনোদন জগতের জন্যে একটি বড় বছর হতে চলেছে। কেননা এ বছর বলিউড এবং দক্ষিণের একাধিক বড় তারকাদের ছবি মুক্তি পাবে। যার মধ্যে রয়েছে দক্ষিণী নায়িকা সাই পল্লবী এবং আমির খানের ছেলে জুনায়েদ খান অভিনীত ‘মেরে রাহো’। এছাড়াও মুক্তি পাবে সলমান খানের বহু প্রতীক্ষিত অ্যাকশন চলচ্চিত্র ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’। যেটি ২০২০ সালের ভারত-চিনের যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। ছবিতে অভিনেতা প্রথম সেনার চরিত্রে অভিনয় করছেন। যেটা দেখার জন্যে আর অপেক্ষায় থাকতে পারছেন না ভক্তরা।

ছবিটি ১৭ এপ্রিল ঈদে মুক্তি পাবে। আর এই ছবির সঙ্গে যে ছবিই মুক্তি পাক না কেন, জিত হবে সলমানেরই। সেই কারণেই ভয়ে ওই সময় রিলিজ হতে চলা সব ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে। যেখানে বাদ যাচ্ছে না সাই পল্লবী-জুনায়েদ খান অভিনীত ‘মেরে রাহো’-ও। আলিয়া ভাটের ‘স্পাই ইউনিভার্স’ – ও পিছিয়ে দেওয়া হয়েছে। একটি সূত্র মতে, ‘কিছুদিন আগেই নির্মাতারা’ মেরে রাহো’-এর মুক্তির তারিখ ২৪ এপ্রিল নির্ধারণ করেছিলেন। কিন্তু ওই সময়ে সলমান খানের ‘দ্য ব্যাটেল অফ গালওয়ান’ মুক্তি পাবে, তাই তীব্র সংঘর্ষের কথা ভেবে ‘মেরে রাহো’-র মুক্তির তারিখ পিছিয়ে জুলাইতে করা হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, জুলাই মাস ‘মেরে রাহো’-এর মতো ছবির জন্য উপযুক্ত সময়। গ্রীষ্মের মরশুমে ছবিটি বক্স অফিসে আরও ভালো পারফর্ম করবে। এছাড়া’ রাজা শিবাজি’ এবং “দ্য ডেভিল ওয়েয়ার্স প্রদা ২’ এর মতো ছবিগুলিকে মে মাসে মুক্তি দেওয়ার কথা ভাবছে নির্মাতারা। ২০১১ সালের কোরিয়ান ছবি ‘ওয়ান ডে’-এর রিমেক ‘মেরে রাহো’, জাপানের সাপ্পোরো স্নো ফেস্টিভ্যালের সময় এই ছবি শুটিং করা হয়েছিল। ছবিটি প্রাথমিকভাবে ২০২৩ সালের জুলাই মাসে ‘এক দিন’ শিরোনামে ঘোষণা করা হয়েছিল এবং ২০২৫ সালের ভালবাসা দিবসে ছবিটির মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পরে এর মুক্তির দিনক্ষণ বদলে যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পারিশ্রমিকে তরুণ অভিনেতাদের টেক্কা, ‘বর্ডার 2’-এর জন্যে কত কোটি নিচ্ছেন ‘বুড়ো’ সানি দেওল?

SIR শুনানিতে এবার ডাক পেলেন সাংসদ-অভিনেতা দেবও, সঙ্গে আর কাদের তলব?

বক্সঅফিসে সুনামি! ৮০০ কোটি আয় করে ‘পুষ্পা 2’-এর রেকর্ড ভাঙার মুখে ‘ধুরন্ধর’

আথিয়া শেট্টির সই জাল করে কোটি টাকা প্রতারণার অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা

শৌচাগারে গোপন ক্যামেরায় তুলছিল মহিলাদের ছবি, প্রেক্ষাগৃহে বমাল পাকড়াও কিশোর

২০২৬-এ বিয়ে করলেই বিচ্ছেদ চূড়ান্ত, হানিয়া আমিরকে সাবধান করলেন জ্যোতিষী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ